সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও মডেল স্কুল আয়োজন করল এক দীর্ঘ পদযাত্রা। ২০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল হন অগণিত মানুষ। এদিন পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তা দিতে ট্রাস্টের পক্ষ থেকে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের এক অভিনব উদ্যোগে এদিন আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রক্তদান অনুষ্ঠানে সমাজে সম্প্রীতির বার্তা দিতে বিকেল বেলায় একইসাথে রক্তদান করেন পুরোহিত ও মাওলানা। সকল ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায় আর সেটা আবারও প্রমাণ করে দিল এদিনের এই কর্মসূচি।
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে মানবতার অন্যতম পাঠ চোখে পড়ে অনুষ্ঠানের শেষাংশে। সাগরদিঘীর এক যুবকের দুটি কিডনি বিকল। তার চিকিৎসার জন্য এদিন ট্রাস্টের পক্ষ থেকে সাধ্যমতো আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ছেলেটির পরিবারের হাতে। স্বাধীনতা দিবসে সব মিলিয়ে এ ছিল যেন এক সামাজিক কর্মসূচির মেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.