Advertisement
Advertisement
Purulia

পুরুলিয়ার কাপড়গলিতে হালফিলের পোশাককে টেক্কা চিরন্তনী শাড়ির, রবিবারেই ১০ লাখের বিকিকিনি!

খুশি বিক্রেতারা।

Sarees worth Rs 10 lakh sold in Purulia on Sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 8, 2025 2:33 pm
  • Updated:September 8, 2025 2:33 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রবিবার পুরুলিয়ায় শাড়ির কেনাকাটা যেন সব কিছুকে টেক্কা দিল। এদিন শুধু পুরুলিয়া শহর নয়। বিভিন্ন মহকুমা বাজার এমনকি ব্লক সদরগুলিতেও সকাল থেকে শাড়ির দোকানগুলিতে ছিল উপচে পড়া ভিড়। শুধুমাত্র পুরুলিয়া শহরের কাপড়গলিতেই বিভিন্ন কাপড় দোকানে প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি বিক্রি হয়। ওই কাপড় ব্যবসায়ী সংগঠন সূত্রেই এই তথ্য পাওয়া যায়। তবে শুধু শহরের কাপড়গলি নয়। ব্র্যান্ডেড শাড়ি দোকানগুলিতেও এদিন ব্যাপক কেনাকাটা হয়।

Advertisement

পুরুলিয়া শহরের সিটি সেন্টারে নামকরা বিপণীর দোকানের ম্যানেজার বিজয় নন্দী বলেন, “এদিন সকাল থেকেই ভিড় ব্যাপক ছিল। শনিবার থেকেই ভিড় বাড়তে শুরু করে। তবে চলতি মাসের মধ্যে রবিবারই আমাদের প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।” এই ব্র্যান্ডেড দোকানগুলিতে ট্র্যাডিশনাল শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হলেও পুরুলিয়া শহরের কাপড় গলি, ঝালদা, মানবাজার, রঘুনাথপুরের বিভিন্ন শাড়ি দোকান-সহ ব্লক সদর গুলিতে ফ্যান্সি শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়। এই শাড়ির তুলনায় সমগ্র জেলা জুড়ে ছেলেদের শার্ট, ট্রাউজার, টি শার্ট, পাজামা-পাঞ্জাবি সেই সঙ্গে মেয়েদের ফ্যাশনেবল পোশাকও কম বিক্রি হয়।

আসলে ট্র্যাডিশনাল থেকে ফ্যান্সি শাড়ির যেসব কালেকশান এসেছে তাতে চোখ জুড়িয়ে যাচ্ছে। সেই তুলনায় পুরুলিয়া শহরের ব্র্যান্ডেড শোরুমগুলিতে ছেলে ও মেয়েদের সেরকম ফ্যাশনেবল পোশাক এখনও আসেনি। পুরুলিয়া শহরের সিটি সেন্টারের একটি নামকরা শোরুমের কর্মী সাধন দাস বলেন, “পুজোর ভিড় বলতে যা বোঝায় সেটা গত শনিবার থেকে হচ্ছে। ছেলে-মেয়েদের আরও কিছু ট্রেন্ডিং কালেকশন আসবে। সেইসব পোশাক এলে আশা করছি বিক্রি বাড়বে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement