Advertisement
Advertisement
Satabdi Roy

‘ক্যামেরার সামনে ফিরে আসা আবেগের’, ছবি মুক্তির আগে তারাপীঠে পুজো শতাব্দীর

শুক্রবার মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের থ্রিলার সিনেমা 'বাৎসরিক'।

Satabdi Roy offers puja at Tarapith for her upcoming movie Batsarik
Published by: Sucheta Sengupta
  • Posted:June 5, 2025 3:36 pm
  • Updated:June 5, 2025 4:11 pm   

নন্দন দত্ত, সিউড়ি: তিনি চারবারের সাংসদ। রাজনীতি নিয়ে শত ব্যস্ততা। সেসব সামলেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন শাসক শিবিরের তারকা সাংসদ শতাব্দী রায়। আগামিকাল, শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত থ্রিলার ছবি ‘বাৎসরিক’। এই ছবিটি তাঁর কাছে বিশেষ বলে জানিয়েছেন নায়িকা। তাই সিনেমা মুক্তির আগে তারাপীঠে গিয়ে পুজো দিলেন শতাব্দী (Satabdi Roy)। সঙ্গে ছিলেন ছবির পরিচালক মৈনাক ভৌমিক। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নায়িকা বললেন, “এই ছবিটি আমার কাছে বিশেষ। আবার ক্যামেরার সামনে ফিরে আসাটা খুব আবেগের।”

Advertisement
Satabdi Roy
তারাপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি শতাব্দী রায়। নিজস্ব ছবি।

পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত নতুন হরর থ্রিলার ‘বাৎসরিক’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটছে শতাব্দী রায়ের। শুক্রবার, ৬ মে মুক্তি পাচ্ছে তাঁর কামব্যাক সিনেমা। এই ছবির দুই প্রধান চরিত্রের মধ্যে একটি শতাব্দী। সিনেমায় তাঁর চরিত্রের নাম স্বপ্না। তাঁর সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরিবার, যেখানে ছেলের আকস্মিক মৃত্যুর পর শুরু হয় একের পর এক অতিপ্রাকৃত ঘটনা। শতাব্দীর চরিত্র স্বপ্না সেই মৃত ছেলের স্ত্রী, তাঁর ননদ বৃষ্টি অর্থাৎ ঋতাভরী। একের পর এক ভয়াবহ ঘটনার অভিঘাতে স্বপ্না বাড়ি ছেড়ে চলে যেতে চান। কারণ, নিজেকে তিনি ‘অপয়া’ বলে মনে করেন। সত্যিই কি তারা বিপদ এড়াতে পারবে? এই নিয়ে আবর্তিত ‘বাৎসরিক’ সিনেমাটি।

গত শনিবার প্রকাশ্যে এসেছে ‘বাৎসরিক’ সিনেমার ভয় ধরানো ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতুহল জাগ্রত করেছে। ছবিটি নিয়ে আলোচনাও শুরু হয়েছে। আসলে, শতাব্দী রায়ের অনুরাগীদের কাছে এই ছবি স্রেফ এক থ্রিলারই নয়, এতদিন পর প্রিয় নায়িকার বড়পর্দায় প্রত্যাবর্তনের উদযাপনও বটে। আর শতাব্দী নিজেও ছবিটি নিয়ে বেশ আশাবাদী। তাই বৃহস্পতিবার তিনি তারাপীঠে গিয়ে পুজো দিলেন। ছবির সাফল্য প্রার্থনা করলেন। সঙ্গে ছিলেন মৈনাক ভৌমিকও। তাঁদের নতুন ছবি দেখতে মুখিয়ে সকলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ