Advertisement
Advertisement
Second Ishwar Gupta Bridge

১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নদিয়া ও হুগলি সংযোগকারী সেতু, কাজ খতিয়ে দেখল স্ট্যান্ডিং কমিটি

কবে শেষ হবে সেতু তৈরির কাজ?

Second Ishwar Gupta Bridge built 9 members of the standing committee inspected work
Published by: Subhankar Patra
  • Posted:July 2, 2025 4:54 pm
  • Updated:July 2, 2025 4:59 pm   

সুমন করাতি, হুগলি: ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে হুগলি ও নদিয়াকে যুক্ত করতে তৈরি হচ্ছে দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু। সেই নির্মাণকার্য খতিয়ে দেখতে হুগলির বাঁশবেড়িয়ায় গেলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির ৯ সদস্য। বিধায়কদের দল নির্মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। কাজ করতে কোনও সমস্যা হচ্ছে কি না, কতদিনের মধ্যে সেতু তৈরির কাজ শেষ হবে, তা নিয়ে নির্মাণকারী সংস্থার সঙ্গে আলোচনা করেন তাঁরা।

Advertisement

২০১৮ সালে প্রায় ২০০০ কর্মী ও ইঞ্জিনিয়ারদের নিয়ে এই সেতুর নির্মাণের কাজ শুরু হয়। তবে করোনা মহামারিতে সেতু তৈরির কাজ ব্যাহত হয়। মহামারির ধাক্কা সামলে ফের শুরু হয়েছে কাজ। বর্তমানে প্রায় ১০০০ জন শ্রমিক ও কর্মীরা কাজ করছেন। ডেনমার্কের খ্যাতনামা ডিজাইনার সংস্থা এই সেতুর নকশা তৈরি করেছে। এই নকশা এশিয়ায় প্রথম বলে জানা গিয়েছে। সব কিছু খতিয়ে দেখে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির ৯ সদস্যরা আশবাদী নির্ধারিত সময় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই অত্যাধুনিক সেতুর কাজ সম্পন্ন হবে।

অনুমান করা হচ্ছে, এই সেতুর কাজ শেষ হলে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র ৪০ মিনিট। ফলে হুগলি ও নদিয়ার বাসিন্দারা উপকৃত হবেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ