সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি। এরপরেই নিরাপত্তা বাড়ল দিঘার জগন্নাথ মন্দিরে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। সামনেই ১৫ আগস্ট, লম্বা উইকেন্ড। ভিড় বাড়বে বাংলার সৈকত নগরীতে। সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরেও বাড়বে ভিড়। ফলে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। বিশেষ করে পুরীর মন্দিরে হুমকি বার্তা সামনে আসার পড়েই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে পুলিশের তরফে।
আজ বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের কিছুটা দূরের একটি দেওয়ালে হুমকি বার্তা দেখা যায়। যেখানে জঙ্গি হামলায় মন্দির ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ইংরেজি এবং ওড়িয়া ভাষায় সেই হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, দেওয়ালে একাধিক ফোন নম্বরও দেওয়া হয়েছে। যদিও সেগুলি কার তা এখনও স্পষ্ট নয়। শুধু তাই নয়, একাধিক লাইট, লাইট পোস্টেও ভাঙচুর চালানো হয়েছে বলে। ইতিমধ্যে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সে রাজ্যের পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারাও।
অন্যদিকে এই ঘটনার পরেই পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে এহেন বার্তার পরেই জানা গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়তি পুলিশকর্মী মোতায়েনের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে।
মন্দিরে আসা দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। মেটাল ডিটেক্টর বসানোর পাশাপাশি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেক পর্যটকের ব্যাগ তল্লাশি চালানো হচ্ছে। সপ্তাহান্তে লম্বা ছুটি রয়েছে। শুক্রবার স্বাধীনতা দিবস, এরপর শনি এবং রবিবার। ভিড় বাড়বে মানুষের। পুলিশের দাবি, সবদিক খতিয়ে দেখেই নিরাপত্তা একেবারে আঁটসাঁট করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও উদ্বোধনের দুদিন আগে থেকে চলে বিশেষ পুজো অর্চনা। সাধারণ মানুষের জন্য মন্দির গেট খুলে দেওয়ার পর থেকে রেকর্ড সংখ্যক ভিড় দেখা গিয়েছে। ইতিমধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দিঘার এই মন্দির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.