Advertisement
Advertisement
Paskura

আর জি করের ছায়া! এবার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ‘ধর্ষণ’

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

shadow of RG Kar! now allegations physical assault at Paskura Super Specialty Hospital

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 15, 2025 5:31 pm
  • Updated:September 15, 2025 6:03 pm  

সৈকত মাইতি, পাঁশকুড়া: আর জি কর হাসপাতালের ছায়া পাঁশকুড়ার হাসপাতালে! হাসপাতালের মধ্যেই এক মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল আরেক পুরুষ কর্মীর বিরুদ্ধে। ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। 

Advertisement

ঘটনাটি পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের। ওই হাসপাতালেই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজে নিযুক্ত ওই তরুণী। তিনি হাসপাতালে ওয়ার্ডগার্ল হিসেবে কর্মরত বলে জানা গিয়েছে।  অভিযুক্ত শেখ জাইর আব্বাস খান ওই হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজারের পদে কর্মরত। তিনিও ওই একই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ পেয়েছিলেন বলে খবর। অভিযোগ, গত ১৪ তারিখ কোনও এক ছুতোয় ওই মহিলা কর্মীকে ডেকেছিল ওই যুবক। হাসপাতালের মধ্যেই ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানাতে ভয় দেখানো হয়! 

অভিযোগ, এর আগেও ওই তরুণীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মুখবন্ধ করে রাখার জন্য ওই তরুণীকে ভয় দেখানো হত বলে অভিযোগ। মাঝেমধ্যেই ওই তরুণীর সঙ্গে খারাপ ব্যবহার করা হত! ওই তরুণীর অভিযোগ, গত ১৪ তারিখ দুপুরে তাঁকে শেখ জাইর আব্বাস খান ডেকেছিল। হাসপাতালের স্টোররুমের মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়! মুখবন্ধ রাখতে ফের হুমকি দেওয়া হয়েছিল! প্রথমে মুখবন্ধ রেখেছিলেন তরুণী। আজ, সোমবার সকালে ওই ঘটনা জানাজানি হয়। এরপরেই হাসপাতালের মধ্যে ক্ষোভ ছড়ায়।

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের কর্মীদের একাংশ পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, এর আগেও অভিযুক্ত হাসপাতালের মধ্যে মহিলাদের সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেছেন। নিজেকে হাসপাতালে প্রভাবশালী বলেও পরিচয় দিত ওই যুবক। এদিন দুপুরেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement