Advertisement
Advertisement
Shoot out

পরকীয়ার জেরে শুট আউট আমডাঙায়! হাসপাতালে প্রেমিকার স্বামী, কাঠগড়ায় উপপ্রধানের ছেলে

এখনও অধরা অভিযুক্ত।  

Shoot out at Amdanga for extra marital affair

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:May 28, 2025 9:16 am
  • Updated:May 28, 2025 9:17 am  

অর্ণব দাস, বারাসত: ফের শুট আউট আমডাঙায়! পরকীয়া সম্পর্কের জেরে বধূর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ! এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আমডাঙা থানার তারাবাড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে এখনও অধরা অভিযুক্ত।  

Advertisement

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবক মশিয়ার রহমান মণ্ডলের ডান কানের নিচে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অভিযুক্ত আরিফুল তারাবেড়িয়া পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের ছেলে বলেই খবর। সে পলাতক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মশিয়ারের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল আরিফুলের। এনিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল তাদের মধ্যে। এরই মধ্যে মঙ্গলবার রাত আনুমানিক ন’টার পর রাউতারার কাছে ফাঁকা রাস্তায় অন্ধকারে মশিয়ারকে লক্ষ্য করে আরিফুল গুলি চালায় বলেই অভিযোগ। তবে এনিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। পরিবারের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের দাবি, আহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ভরসন্ধেয় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে আমডাঙা এলাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement