Advertisement
Advertisement
Kultali

লোডশেডিং করে কুলতলিতে তৃণমূল নেতাকে গুলি-বোমা, গুরুতর আহত হয়ে হাসপাতালে যুবক

এই হামলায় একাধিক দুষ্কৃতী জড়িত বলে অনুমান।

Shoot out at Kultali injured TMC leader and hospitalised

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:October 6, 2025 12:07 am
  • Updated:October 6, 2025 12:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা এলাকা লোডশেডিং একেবারে ফিল্মি কায়দায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে হামলা। ছোড়া হল একের পর এক গুলি-বোমা। রবিবার সন্ধ্যায় ভয়ংকর এই হামলা চলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতা সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ এলাকার এক দোকানে বসে চা খাচ্ছিলেন সেলিম। সেই সময় হঠাৎ লোডশেডিংয়ের জেরে অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। সেই অন্ধকারের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় সেলিমের উপর। বেশ কয়েক রাউন্ড গুলির পাশাপাশি বোমাও ছোড়া হয় বলে জানা গিয়েছে। হামলার জেরে সেলিমের বুকে, পিঠে বোমা ও গুলির আঘাত লেগেছে। ওই অবস্থায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই হামলায় একাধিক দুষ্কৃতী জড়িত ছিল। এবং পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ব্যক্তিগত শত্রুতা নাকি হামলার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত তৃণমূল নেতা সেলিমের বয়ান নেওয়ার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। অনুমান করা হচ্ছে রাজনৈতিক শত্রুতার জেরে এই হামলা। অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে আশ্বস্ত করা হয়েছে পুলিশের তরফে। ভরসন্ধ্যায় ব্যস্ত এলাকায় এমন প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে বিশাল পুলিশবাহিনী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ