Advertisement
Advertisement
Murshidabad shoot out

মালদহের পর এবার মুর্শিদাবাদে শুটআউট, গুলিবিদ্ধ যুবক

কে বা কারা কী উদ্দেশে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।

Shoot out at Murshidabad, man injured

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 4, 2025 5:58 pm
  • Updated:January 4, 2025 7:24 pm   

কল্যাণ চন্দ, বহরমপুর: ফের শুটআউট। মালদহের পর এবার মুর্শিদাবাদ। গুলিবিদ্ধ এক যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রা থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওই যুবক। কে বা কারা কী উদ্দেশে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আহত যুবকের নাম রিন্টু বিশ্বাস। নওদা থানার সর্বাঙ্গপুর গ্রামে বাড়ি। ওই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে নওদার আমতলা হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের গলায় গুলি লেগেছে বলে খবর।

শনিবার বিকেলে এলাকার তারা মায়ের বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল। সেই পথে তৃণমূলের কর্মীরা একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। সেই সময় ওই যুবককে হঠাৎ গুলি করা হয় বলে অভিযোগ। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। 

অসমর্থিত সূত্রে খবর, ওই গ্রামে তৃণমূলের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গন্ডগোল বাঁধে। বচসা চলাকালীন গুলি চলে বলে অভিযোগ। গ্রামবাসীরা তৃণমূলের একটি বাস আটকে রেখেছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনাস্থলে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ