Advertisement
Advertisement
Asansol

রাতের আঁধারে আসানসোলে শুটআউট! হাড়হিম ফুটেজ ধরা পড়ল সিসিটিভি-তে

আসানসোল পুরসভার কর্মীর পিছু ধাওয়া চলে গুলি চালায় ২ দুষ্কৃতী।

Shootout at Asansol, injured man admitted to nearby hospital, Police find CCTV footage

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 29, 2025 11:36 pm
  • Updated:August 29, 2025 11:43 pm   

শেখর চন্দ্র, আসানসোল: রাতদুপুরে আসানসোলের কুলটিতে শুটআউট! শুক্রবার সন্ধ্যার পর বাইকে চড়ে পুরসভার এক কর্মীর পিছু ধাওয়া করে পরপর গুলি চালাল দুই দুষ্কৃতী। হাড়হিম করা সেই হত্যাকাণ্ডের ভিডিও ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। জখম যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। এখনও পলাতক দুষ্কৃতীরা। কী কারণে এই হামলা, কারাই বা হামলা চালাল, সেসব উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement
কুলটিতে শুটআউটের সিসিটিভি ফুটেজ।

জানা যাচ্ছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ বারিক। তিনি কুলটির থানার নিয়ামতপুরের রহমান পাড়ার বাসিন্দা। শুক্রবার রাতের দিকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন জাভেদ। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, রাস্তায় দু’জন বাইক নিয়ে অপেক্ষা করছিল। জাভেদ সেখান দিয়ে হেঁটে যেতেই তার পিছনে ধাওয়া করে খুব কাছ থেকে কপাল লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর দ্রুত বাইক নিয়ে উধাও হয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে জাভেদ। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনা নিয়ে আসানসোল পুরসভার প্রাক্তন কাউন্সিলর মীর হাকিম বলছেন, ”আমরা পার্টি অফিসে বসেছিলাম। হঠাৎ শুনলাম, পাড়ায় গুলি চলেছে। গিয়ে শুনলাম, যার উপর হামলা হয়েছে, সে আসানসোল পুরনিগমের কর্মী। খুব ভালো ছেলে। ওকে সবাই পছন্দ করে। কোনও বেআইনি লেনদেনের মধ্যে ও নেই। কেন ওকে কেউ গুলি করল, বুঝতে পারছি না। তবে পুলিশ তদন্ত করছে। পুলিশের উপর পুরো ভরসা আছে। ঠিক খুঁজে বের করবে কে, কেন এমনটা করল। তবে রাতদুপুরে পাড়ায় এরকম একটা ঘটনা ঘটল, ভয় একটু আছেই। এখানে আগে এমনটা ঘটেনি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ