Advertisement
Advertisement
Canning

খাবারের লোভ দেখিয়ে দোকানে অনাথ শিশুকে লাগাতার ধর্ষণ! আটক বৃদ্ধ দোকানদার

বছরখানেক আগে শিশুটির বাবা মারা যান।

Shopkeeper allegedly harassed orphan kid, lured her of food in Canning

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 16, 2025 7:19 pm
  • Updated:July 16, 2025 8:54 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মা-বাবাহীন অনাথ শিশুকে লাগাতার ধর্ষণের অভিযোগ বৃদ্ধার বিরুদ্ধে। অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার চালিয়ে গিয়েছে বৃদ্ধ। জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির গৌড়দহ এলাকার ঘটনা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

নির্যাতিতা চতুর্থ শ্রেণির ছাত্রী। বছরখানেক আগে শিশুটির বাবা মারা যান। মা তাকে ছেড়ে চলে যান। জীবনতলা থানা এলাকায় আত্মীয়ের বাড়িতেই বড় হচ্ছিল সে। মাঝে মধ্যেই পাড়ার ৭২-এর বৃদ্ধ কৃষ্ণপদ মণ্ডলের দোকানে খাবার কিনতে যেত শিশুটি। অভিযোগ খাবারের লোভ দেখিয়ে দোকানের মধ্যে তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে কৃষ্ণপদ। এমনটাই চলছিল প্রায় এক বছর যাবত!

অন্যান্য দিনের মতো বুধবার সকালে ওই নাবালিকা দোকানে যায়। অভিযোগ তাকে একা পেয়ে বৃদ্ধ দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় নাবালিকার এক আত্মীয় দোকানে উপস্থিত হন। কী হয়েছিল নাবালিকাকে জিজ্ঞাসা করে। ভয়ে মুখ খুলছিলে না সে। পরে আত্মীয়দের কাছে গোটা ঘটনা বলে সে। অন্যদিকে ততক্ষণে ওই বৃদ্ধ দোকান বন্ধ করে পালিয়ে চলে যায় গৌড়দহ স্টেশনে।

খবর চাউর হতেই স্টেশন চত্বরেই বৃদ্ধকে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে মারধর করা বলেও অভিযোগ। তারপর শরীফ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। নাবালিকার পরিবার বৃদ্ধের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকা ও অভিযুক্তের  স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ