Advertisement
Advertisement

ফের সেই ভূপতিনগর! দশকর্মার দোকানের আড়ালে বাজির মশলা বিক্রি! গ্রেপ্তার অভিযুক্ত

অভিযুক্তকে আদালতে পেশ করেছে পুলিশ।

Shopkeeper arrested for selling millet spice in Purba Medinipur

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 16, 2025 5:05 pm
  • Updated:August 16, 2025 5:05 pm   

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দশকর্মার দোকানের ভিতরে মজুত প্রচুর পরিমাণের অবৈধ বাজি তৈরির মশলা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গ্রেপ্তার দোকানদার। ৬০ কেজি বাজির মশলা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

Advertisement

ধৃতের নাম সুবীর মাইতি। তিনি অর্জুননগর গ্রামের বাসিন্দা। অভিযোগ, অর্জুননগরের কমলনয়নবাড় এলাকায় একটি দশকর্মার দোকানে বাজি তৈরির মশলা বিক্রি ও সাপ্লাই করতেন অভিযুক্ত। গোপন সূত্রের খবর পেয়ে, অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর বাজি তৈরির মশলা। গ্রেপ্তার করা হয় সুবীরকে। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত মশলা রং মশলা ও বাজি তৈরির সরঞ্জাম। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামে একটি বোমা বিস্ফোরণ ঘটে। সেই দুর্ঘটনায় এক তৃণমূল নেতা-সহ তিনজনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে উঠে আসে সুবীর মাইতির নাম। এবার অবৈধভাবে বাজি তৈরির মশলা বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার সুবীর। তবে সেই ঘটনার সঙ্গে এই মশলা উদ্ধারের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছে ভূপতিনগর থানার পুলিশ।

এই গ্রেপ্তারির ঘটনায় লেগেছে রাজনৈতির রং। বিজেপির দাবি ধৃত ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতা। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি জানান, সুবীর গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের নেতাকর্মীরা তাকে ছাড়ানোর জন্য থানায় রীতিমতো তদারকি করছেন। অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা বলেন, “বিষয়টি আমার জানা নেই, জেনে বলবো।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ