Advertisement
Advertisement

Breaking News

Siliguri

গাড়িতে নীলবাতি! নিয়ম ভেঙে বিতর্কে শিলিগুড়ির তৃণমূল নেত্রী

বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে।

Siliguri TMC leader sparks row with beacon on car । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 29, 2023 8:47 pm
  • Updated:December 29, 2023 8:47 pm   

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: গাড়িতে নীলবাতি। আর সেই আলো জ্বালিয়ে এদিক সেদিক ঘুরে বিতর্কে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। শাসক শিবিরের কারও কিছু জানা নেই, বলেই দাবি নেতাদের। যদিও বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে।

Advertisement

গত বুধবার পর্যন্ত রোমার গাড়িতে নীলবাতি ছিল না। রোমার দাবি, গত বৃহস্পতিবার আচমকাই তাঁর গাড়িচালকের ইচ্ছা হয় নীল বাতি লাগানোর। সেই অনুযায়ী গাড়ি নীলবাতি লাগান তিনি। রোমার কথায়, “চালক তাঁকে বলেছিলেন দেখি কেমন লাগে”। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। তিনি আরও বলেন, “অনেক সময় যানজটের কারণে বৈঠকে পৌঁছতে দেরি হয়ে যায়। সহকারী সভাধিপতির নেমপ্লেট অনেক সময় ট্রাফিক লক্ষ্য করেন না। তাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।” নীল বাতি লাগানোর অনুমতি দিলে মন্দ হয় না বলেও দাবি রোমার।

[আরও পড়ুন: গলায় দড়ি দিয়ে ঝুলছে মেয়ে, দেখামাত্রই দেহের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কাটলেন মা!]

মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত নিয়মবিরুদ্ধ। তাই এই ইস্যুকে কাজে লাগিয়ে সরব বাম নেতা তাপসকুমার সরকার। তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি। তিনি বলেন, “এটাই তৃণমূলের চরিত্র। এরা নিজেরে কেউকেটা মনে করেন। রোমাও ব্যতিক্রম নন।” নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলেই দাবি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের। দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গয়াল অবশ্য এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

[আরও পড়ুন: ‘এটা কি ইয়ার্কি হচ্ছে!’ রোহিতদের উপর রেগে লাল সুনীল গাভাসকর! পালটা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ