Advertisement
Advertisement
Sodepur

ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পানশালায় কাজ! কাটা হল চুল, নারকীয় নির্যাতন সোদপুরের তরুণীকে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sodepur's young girl physical assault in Howrah

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 7, 2025 4:06 pm
  • Updated:June 7, 2025 4:06 pm  

অর্ণব দাস, বারাকপুর: কাজের ‘টোপ’ দিয়ে এক তরুণীকে সোদপুর থেকে হাওড়ার ডোমজুড়ে নিয়ে যাওয়া হয়েছিল। ইভেন্ট ম্যানেজমেন্টের নামে পানশালায় কাজ করানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নই, আরও খারাপ কাজের জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে। ঘটনার প্রতিবাদ করলে সেখানে তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসতে সমর্থ হয়েছেন ওই তরুণী।

হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা আরিয়ান খান নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা তরুণী হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। ঘটনা সম্পর্কে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সমাজে কিছু পাশবিক, দুর্ভাগ্যজনক ও বিচ্ছিন্ন ঘটনা কম ঘটছে, কিন্তু ঘটছে। বাম জমানায় হয়নি? বিজেপি জমানায় হচ্ছে না। আগে এত মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ছিল না। তাই বিষয়গুলো বাইরে আসত না। এই ধরনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের ধরে তাদের শাস্তি দেওয়ার হার কিন্তু বেশি। এই বিষয়ে প্রশাসন যথেষ্ট কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে।”

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা বছর ২৩-এর ওই তরুণীর কাজের প্রয়োজন ছিল। সম্প্রতি ওই তরুণীর সঙ্গে যোগাযোগ হয় ডোমজুড়ের আরিয়ান খান নামে ওই যুবকের। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ আছে। সেই টোপ দিয়ে ওই তরুণীকে হাওড়ার ডোমজুড়ে আনা হয়। কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে তাঁর। অভিযোগ, পানশালায় কাজ করানো হয় তাঁকে দিয়ে। শুধু তাই নয়, আরও খারাপ কাজের প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এসব কাজ করতে রাজি হয়নি ওই তরুণী। তিনি সেখান থেকে চলে আসতে চান। অভিযোগ, এরপরই শুরু হয় অত্যাচার, আটকে রেখে তাঁকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতে থাকে। তরুণীকে আটকে রাখাই শুধু নয়, মানসিক ও শারীরিক অত্যাচার করা হয় বলেও অভিযোগ। জ্বলত সিগারেটের ছ্যঁকা দেওয়া, মাথায় চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

রড দিয়ে বেধড়ক মারধর করাই নয়, গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আরিয়ান ও তাঁর মা শ্বেতা খান বাড়িতে আটকে রেখে এই অত্যাচার করেছেন বলে অভিযোগ। গতকাল শুক্রবার সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালাতে সক্ষম হন ওই তরুণী। কোনওরকমে তিনি সোদপুর সুখচর দেশবন্ধু নগরের বাড়িতে ফিরে আসেন। মেয়েকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযুক্তদের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই তরুণী। তিনি আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তরুণীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement