Advertisement
Advertisement
Tehatta

তেহট্টে বিএসএফের বারাকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ! মানসিক অবসাদে আত্মহত্যা?

১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন জওয়ান।

Soldier's body recovered from barracks in Tehatta

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:January 28, 2025 8:40 pm
  • Updated:January 28, 2025 9:47 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: বিএসএফের বারাক থেকে উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের ১৬১ নম্বর ব্যাটেলিয়ানে। দেহ প্রথম দেখতে পারেন অন্য জাওয়ানরা। তাঁরাই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম বিক্রম ধোবি। বয়স ২৬ বছর। তিনি রাজস্থানের বাসিন্দা। ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, সোমবার রাতে জওয়ানদের রোল কলের সময় বিক্রম ছিলেন না। পরে সেই প্রক্রিয়া শেষ হলে অন্য জওয়ানেরা ক্যাম্পের ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিক্রমকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মঙ্গলবার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদে ওই জওয়ান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এখনই কিছু বলতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ