Advertisement
Advertisement
Kalyan Banerjee

কল্যাণ বন্দ্যোপাধ্যায়র নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! কী পদক্ষেপ তৃণমূল সাংসদের?

কী বলছেন সাংসদ?

Someone create a fake facebook account using Kalyan Banerjee's name
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2025 1:17 pm
  • Updated:August 27, 2025 1:18 pm   

সুমন করাতি, হুগলি: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরির অভিযোগ। সোশাল মিডিয়ায় সকলকে সতর্ক করলেন খোদ সাংসদ। ওই প্রোফাইলটির লিংক শেয়ার করে রিপোর্ট করার আর্জি জানিয়েছেন তিনি।

Advertisement

বিখ্যাত ব্যক্তিদের নামে ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট, অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার সেই সমস্যায় পড়লেন বর্ষীয়ান আইনজীবী অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। সম্প্রতি সাংসদের নজরে পড়ে ‘কল্যাণ ব্যানার্জী’ নামে একটি ফেসবুক প্রোফাইল। তাতে প্রোফাইল ছবিতে হলুদ পাঞ্জাবি পরা সাংসদের ছবি। কভারে রয়েছে মঞ্চে দাঁড়ানো সাংসদের ছবি। 

বুধবার সকালে ওই ভুয়ো প্রোফাইলের লিংক পোস্ট করেছেন সাংসদ। সেখানে তিনি লেখেন, “এটা একটা ভুয়ো প্রোফাইল। এর সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি সকলকে অনুরোধ করব, কেউ এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না। সকলে রিপোর্ট করুন।” কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি আইন মেনে পদক্ষেপ করবেন।

 

প্রসঙ্গত, ভুয়ো প্রোফাইল তৈরি করে শাস্তির মুখেও পড়েছেন অনেকে। তা সত্ত্বেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। যা নিয়ে বিরক্ত সকলে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ