Advertisement
Advertisement
Nadia

বৃদ্ধা মা’কে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে, চাঞ্চল্য নদিয়ায়

খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত।

son arrested for murdering mother in Nadia

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 5, 2025 5:10 pm
  • Updated:September 5, 2025 6:13 pm   

সুবীর দাস, কল্যাণী: মা’কে খুন করার অভিযোগে গ্রেপ্তার ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহের শিমুরালিতে। ধৃতের নাম গৌতম চক্রবর্তী। কী কারণে বৃদ্ধা মা’কে প্রাণে মেরে ফেলল ছেলে? সেই তথ্য জানার করছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, শিমুরালির বিবেকানন্দপল্লী এলাকার একটি বাড়িতে ছেলে গৌতমের সঙ্গে থাকতেন বৃদ্ধা গীতা চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধের পর ওই বাড়ি থেকে উদ্ধার হয় বছর ৮৫-এর ওই বৃদ্ধার মৃতদেহ। বাড়িতেই ছিলেন বছর ৪৭ বয়সী ছেলে গৌতম চক্রবর্তী। বৃদ্ধা মা’কে গলা টিপে ‘খুন’ করা হয়েছে। এই অভিযোগ তোলে স্থানীয়রা। অভিযোগ, মা ও ছেলের মধ্যে মাঝেমধ্যেই গণ্ডগোল হত। খবর দেওয়া হয় পুলিশে। শিমুরালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে মাকে খুনের কথা স্বীকার করেছে ধৃত ছেলে। পুলিশ সেই কথা জানিয়েছে। কিন্তু কেন খুন? প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে গৌতমের বেশ কিছু মানসিক সমস্যা চলছিল। আচরণেও বদল এসেছিল। অবসাদ, মানসিক সমস্যা থেকেই কি মা’কে খুন? ঘটনার আগেও কি বৃদ্ধা ও ছেলের মধ্যে অশান্তি হয়েছিল? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়েছে। ছেলের কঠিন শাস্তি চেয়েছে প্রতিবেশীরা। 

 

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ