Advertisement
Advertisement

Breaking News

Hooghly

সম্পত্তি বিবাদের জের! ঘর থেকে উদ্ধার বাবার দেহ, মগড়ায় গ্রেপ্তার ছেলে

বৃহস্পতিবার অভিযুক্ত ছেলেকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

Son arrested in father's death at Hooghly

অভিযুক্ত সৌরভ সাধুখাঁ।

Published by: Subhankar Patra
  • Posted:July 17, 2025 5:48 pm
  • Updated:July 17, 2025 5:52 pm  

সুমন করাতি, হুগলি: বাবার অস্বাভাবিক মৃত্যুতে গ্রেপ্তার ছেলে। মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি মগড়া থানার জয়পুর এলাকার। ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement

১৫ জুলাই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় জয়পুরের বাসিন্দা গোবিন্দ সাধুখাঁর। সিংলিয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার দিন বৃদ্ধের স্ত্রী বন্দনা সাধুখাঁ নদিয়ার চাকদহের মেয়ের বাড়ি ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। তারপর দিনই ছেলে সৌরভ সাধুখাঁর (৪২) ও বউমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

বন্দনা দেবীর অভিযোগ, ছেলে ও বউমা সম্পত্তি নিয়ে বারবার ঝামেলা করতেন। বাড়ির দখল নিয়ে গোবিন্দবাবুর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। বাবার মৃত্যুর জন্য ছেলেকেই দায়ী করেছেন মা। তবে স্পষ্ট করে খুনের অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেয়ে বুধবার রাতে ছেলে সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।

পুলিশও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেনি। তদন্তকারীরা জানিয়েছেন ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement