Advertisement
Advertisement

গঙ্গায় তলিয়ে মৃত্যু ছেলের, শিবের মাথায় জল ঢালতে গিয়ে সন্তানের দেহ নিয়ে ফিরলেন মা

চোখের সামনে সন্তানের মৃত্যু মানতে পারছেন না মা।

Son drown infront of mother in Budge Budge
Published by: Sayani Sen
  • Posted:August 4, 2025 1:21 pm
  • Updated:August 4, 2025 1:21 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা। গন্তব্য বজবজের চিত্রীগঞ্জ কালীবাড়ি। দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাকভোরে বেরিয়ে পড়েন মহিলা। বজবজে গঙ্গাস্নান সেরে পুজো দেবেন বলেই ঠিক করেছিলেন। চোখের সামনে গঙ্গায় তলিয়ে গেল সন্তান। কিছুক্ষণ পর উদ্ধার ছেলের নিথর দেহ। মৃত সন্তান নিয়ে বাড়ি ফিরলেন মা।

Advertisement

জানা গিয়েছে, ওই মহিলা তারাতলার বাসিন্দা। দুই সন্তানের মা। দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরন সোমবার। বজবজের চিত্রীগঞ্জ কালীবাড়িতে পুজো দেওয়ার পরিকল্পনা ছিল। ছোট ছেলে শুভম সাউ সাঁতার জানে না। ঘড়ির কাঁটায় সকাল নটা হবে। চিত্রীগঞ্জ কালীবাড়ি লাগোয়া গঙ্গায় স্নান করতে নামে। গঙ্গায় ভাটা ছিল। সেই সময় তলিয়ে যায় সে। শুরু হয় খোঁজাখুঁজি। তড়িঘড়ি স্থানীয় জলসাথী কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। মাঝে প্রায় ৪৫ মিনিট কেটে যায়। তবে তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে উদ্ধার হয় মহিলার সন্তান। বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তার।

চোখের সামনে সন্তানের মৃত্যু মানতে পারছেন না মা। কঠিন বাস্তব মানতে পারছেন না তিনি। চোখের জল যেন বাঁধ মানছে না সদ্য সন্তানহারা মায়ের। পুজো দেওয়ার ইচ্ছা অপূর্ণই রয়ে গেল তাঁর। বাধ্য হয়ে মৃত সন্তানকে নিয়ে ঘরে ফেরেন মা। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এমন ঘটনা অতীতে আর ঘটেছে বলে মনে করতে পারছেন না মন্দির কর্তৃপক্ষের কেউ। মন্দির কর্তৃপক্ষও এই ঘটনায় শোকপ্রকাশ করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ