মৃত ব্যক্তি।
শান্তনু কর, জলপাইগুড়ি: শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’ করল জামাই। ঘটনার পর অভিযুক্তকে পাকড়াও করে স্থানীয়রা উত্তমমধ্যম দেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বেলাকোবা এলাকায়। মৃত ব্যক্তির নাম মৃগেন রায়। অভিযুক্ত বিপুল রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃগেন রায়ের মেয়ে সৌরভী রায়ের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল বিপুল রায়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই সৌরভীর উপর নির্যাতন চলতে থাকে। তাঁকে বিপুল মারধর করতেন বলে অভিযোগ। একসময় শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়িতে ফিরে আসেন ওই গৃহবধূ। একাধিকবার স্বামী স্ত্রীকে নিয়ে যেতে চাইলেও তিনি আর শ্বশুরবাড়িতে ফিরতে চাননি। তাই নিয়ে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে বিপুলের বিবাদও চলছিল বলে খবর। এদিকে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ওই যুবক।
এই অবস্থায় সোমবার রাতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বিপুল। তাঁকে দেখে বাইরে বেরিয়ে এসেছিলেন বিপুলের সম্পর্কে শ্বশুরমশাই মৃগেন রায়। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এরপরই ধারালো অস্ত্র নিয়ে শ্বশুরমশাইকে কোপাতে থাকেন জামাই। সেই ঘটনা দেখে বাড়ির লোকজন ভয়ে আর্তনাদ করতে থাকেন। ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযুক্ত বিপুল রায়কে পাকড়াও করে উত্তমমধ্যম দেওয়া হয়। রক্তাক্ত মৃগেন রায়কে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মারধরের ঘটনায় আঘাত থাকায় বিপুলকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলা করার উদ্দেশ্য নিয়েই কি বিপুল অস্ত্র-সহ রাতে ওই বাড়িতে গিয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছে। স্বামীর কঠোরতম সাজার দাবি তুলেছেন স্ত্রী সৌরভী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.