Advertisement
Advertisement
Mamata Banerjee

কলকাতায় বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিজনদের চাকরি, দার্জিলিং থেকে ঘোষণা মমতার

জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের।

State will provide jobs to family members of those who died of electrocution in water-logged Kolkata, announces Mamata Banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 15, 2025 1:41 pm
  • Updated:October 15, 2025 3:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মুখে ৫ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি হয়েছিল কলকাতা। জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানান, ১৭ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও  একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে।

Advertisement

প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র ছিল জলে টইটম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট মৃত্যু হয় ১২ জনের। এই পরিস্থিতির জন্য সিইএসসি-কে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু অন্তত ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও সিইএসসির তরফে চাকরি দেওয়ার কথাও বলেন। পরবর্তীতে মৃতের পরিবারকে রাজ্যের তরফে আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাসও দিয়েছিলেন তিনি।

বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ১০ জন-সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছিল। ১৭ তারিখ শেকসপিয়র সরণি চত্বরের কোনও এক মণ্ডপে ওনাদের পরিবারকে ডাকা হবে। তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ও আর্থিক সাহায্য।” অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দায় এড়িয়ে গেল সিইএসসি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ