Advertisement
Advertisement

Breaking News

Rishra

পাথরের ঘায়ে ভাঙল কামরূপ এক্সপ্রেসের জানালার কাঁচ, রিষড়া থেকে গ্রেফতার ২

মদ খেয়ে চলন্ত ট্রেনে ছোড়া হয় পাথর।

Stone throne in Kamrup Express, 2 arrested from Rishra

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 7, 2025 11:12 pm
  • Updated:June 7, 2025 11:12 pm  

সুব্রত বিশ্বাস: কামরূপ এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় আতঙ্ক। রিষড়ায় পাথরের ঘায়ে ভাঙল এসি কামরার কাঁচ। এই ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে শেওড়াফুলির আরপিএফ। অভিযুক্তরা রিষড়ারই স্থানীয় বাসিন্দা।

Advertisement

জানা গিয়েছে, রাত সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি রিষড়া ঢোকার আগে এসি কোচের জালনায় পাথর ছুটে আসে। কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনকর্মীরা আরপিএফ কন্ট্রোলে খবর দিলে শেওড়াফুলি আরপিএফকে জানানো হয়। এরপরই আরপিএফ বাহিনী রিষড়ার ঘটনাস্থল ঘিরে ফেলে। লাইন ধারে বসা কয়েকজন পালিয়ে গেলেও অসীম সরকার ও জঙ্গল মাঝি নামে দুই যুবককে গ্রেফতার করে আরপিএফ। রেল পুলিশের তরফে জানা যাচ্ছে, ঘটনাস্থলে ওই যুবকরা বসে মদ খাচ্ছিল। জেরায় যুবকরা জানিয়েছে, মদ খেয়ে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার আনন্দ নিতেই তারা এই কাজ করেছে। শনিবার ধৃতদের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকবার ওই ধরণের পাথর ছোড়ার ঘটনা ঘটে। ট্রেনের বাইরে সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয় জায়গা। সে সময় প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ করে রাজনৈতিক দলগুলো। আরপিএফ তৎপর হলেও মাঝে মধ্যেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে দেশের নানা নানা জায়গায়। এবার সেই ঘটনার সাক্ষী থাকল রিষড়া।

মাদকাসক্ত যুবকদের এই কীর্তিতে রীতিমতো চাঞ্চল‌্য ছড়িয়েছে। লাইন ধারের মদের ঠেকগুলো থেকে এ ধরণের কুকীর্তি চালানোর ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে রেলযাত্রীদের মধ্যে। পাশাপাশি নিরাপত্তার অভাব নিয়েও অভিযোগ তুলেছেন যাত্রীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement