প্রতীকী ছবি
মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় মারা গেল এক ছাত্র। দৌড় প্রতিযোগিতা চলার সময় এই ঘটনা ঘটেছে হাওড়ার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে। মৃতের নাম রূপম শী (১৯)। কীভাবে তাঁর মৃত্যু হল? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, আজ শনিবার দুপুরে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের স্পোর্টস ছিল। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব ছিল। এদিন কলেজে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অন্যান্য ছাত্রদের সঙ্গে রূপম অংশ নিয়েছিলেন। দৌড় শেষ করার পরে মাঠের মধ্যে বসে প্রচণ্ড হাঁফাতে থাকেন তিনি। তারপরেই মাঠে পড়ে জ্ঞান হারান।
অন্যান্যরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। কলেজ কর্তৃপক্ষ ও অন্যান্যরা জল দিয়ে রূপমের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাও সাড়া না মেলায় ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সেখানে যায় শ্যামপুর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও বিষয়? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ওই ছাত্রের বাড়ি বাগনান থানার বাঁটুল গ্রামে। পরিবারের কাছেও মৃত্যুর খবর পৌঁছয়। বাড়িতে শোকের ছায়া নামে।
ঘটনার পরেই কলেজের সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আনন্দ অনুষ্ঠানের মধ্যে এমন ঘটনায় হতভম্ব কলেজের ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, অধ্যাপিকারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.