Advertisement
Advertisement
Haringhata

স্কুলে আর যাওয়া হল না, পুকুরে স্নানের সময় তলিয়ে গেল চতুর্থ শ্রেণির ছাত্র!

ঘটনায় শোকের ছায়া এলাকায়।

student drowned while bathing in a pond in Haringhata

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 2, 2025 3:48 pm
  • Updated:September 2, 2025 3:48 pm   

সুবীর দাস, কল্যাণী: নিত্যদিন বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে হুটোপাটি। সেই পুকুরই কেড়ে নিল প্রাণ! এদিন আর স্কুলে যাওয়া হল না। স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমেছিল ১১ বছরের কিশোর। ওই পুকুরের জলে ডুবে মৃত্যু হল তার। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাদপুর আদর্শপাড়া এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণির পড়ুয়া পল্লব সরকার। এলাকারই পুকুরে নিত্যদিন বন্ধুদের সঙ্গে নামত সে। আজ, মঙ্গলবার সকাল ১০টা স্কুলে যাওয়ার আগে ওই পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল পল্লব। জলে নামার কিছু সময় পরেই পল্লব তলিয়ে যায় ওই পুকুরে। বন্ধুরাই দ্রুত স্থানীয়দের খবর দেয়। স্থানীয় ব্যক্তিরাই পুকুরে নেমে কিছু সময় পরে ওই কিশোরকে উদ্ধার করেন।

দ্রুত ওই ছাত্রকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই স্কুল পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় হরিণঘাটা থানার পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে। ওই ছাত্র সাঁতার জানত। নিয়মিত পুকুরে নামত। তারপরেও কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? জলে নামার পরেই কি শরীরের কোনও জায়গায় চোট পেয়েছিল সে? তার জেরেই এই ঘটনা। সেসব প্রশ্নও উঠেছে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ