সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে সীতানন্দ কলেজের এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠল বাজকুল মহামিলনী কলেজের সামনে। অভিযোগের তীর সীতানন্দ কলেজেরই এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্র বিজেপির ছাত্র সংগঠন ABVP-র সদস্য। এই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্রে এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘বিজেপির ছাত্রীনিগ্রহ। আজ পূর্ব মেদিনীপুরে বাজকুল কলেজে পরীক্ষা দিতে আসা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্রীকে ব্যাপক মারধর করল সীতানন্দ কলেজেরই ছাত্র। এখন পলাতক। মেয়েটি জানিয়েছে, ছেলেটি বিজেপি করে। আগে বন্ধু ছিল। এখন কথা বন্ধ। সেই রাগে আক্রমণ। অভিযোগ দায়ের হয়েছে।’
বিজেপির ছাত্রীনিগ্রহ।
আজ পূর্ব মেদিনীপুরে বাজকুল কলেজে পরীক্ষা দিতে আসা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্রীকে ব্যাপক মারধর করল সীতানন্দ কলেজেরই ছাত্র। এখন পলাতক। মেয়েটি জানিয়েছে, ছেলেটি বিজেপি করে। আগে বন্ধু ছিল। এখন কথা বন্ধ। সেই রাগে আক্রমণ। অভিযোগ দায়ের হয়েছে।— Kunal Ghosh (@KunalGhoshAgain)
জানা গিয়েছে, ওই ছাত্রী নন্দীগ্রাম সীতানন্দ কলেজের পড়ুয়া। শুক্রবার তিনি বাজকুল মহামিলনী কলেজে পরীক্ষা দিতে যান। সেখানেই ধাওয়া করে তাঁর উপর হামলা চালায় প্রিয়ব্রত বেরা নামে ওই ছাত্র। এই ঘটনার পর বাজকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. পীযূষকান্তি দন্ডপাটের কাছে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রীর বাবা অশোককুমার বিজলী। অধ্যক্ষের কাছে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন তিনি।
ওই ছাত্রী জানিয়েছেন, পরীক্ষা শেষে এক সিনিয়র দাদার সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় ওই অভিযুক্ত ছাত্র তাঁর উপর হামলা চালায়। গালে চড় মারা হয় তাঁকে। তাছাড়া ওই ছাত্রীকে নানাভাবে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.