সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও দাবি। উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ব়্যাফ।
দিনকয়েক আগে বজবজের হালদারপাড়ায় এক বিজেপি কর্মী জখম হন বলেই খবর। তাঁকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি। তাঁকে দেখে বেরনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। সুকান্তকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে থাকেন এলাকার মহিলারা। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ। বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে সময় যত গড়ায়, পরিস্থিতি ক্রমশ ঘোরাল হতে থাকে। বাধ্য হয়ে এলাকায় নামে ব়্যাফ।
এই ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সুকান্ত। তিনি বলেন, “অশান্তি করতে জেহাদিদের আনা হয়েছে। এটা কী গণতন্ত্র?” যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “১০০ দিনের কাজ করেছেন, তা-ও টাকা পাচ্ছেন না। মানুষের তো ক্ষোভ থাকবেই।” তাঁর আরও অভিযোগ, ধর্মের নামে ভেদাভেদ করতে বজবজে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে, এই ঘটনার পরই রাজভবনে যাওয়ার ভাবনাচিন্তা সুকান্ত মজুমদারের। সম্ভবত বৃহস্পতিবার সন্ধেয় নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি। সংসদেও এই অশান্তির কথা উল্লেখ করবেন বলেও হুঁশিয়ারি তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.