Advertisement
Advertisement
Cooch Behar

কোচবিহারে তৃণমূল নেতার ছেলে ‘খুনে’ গ্রেপ্তার সুপারি কিলার, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের

ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতীদের সন্ধান পেতে চাইছে পুলিশ।

Supari killer arrested for murdering TMC leader's son in Cooch Behar

সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 17, 2025 3:40 pm
  • Updated:August 17, 2025 3:40 pm   

বিক্রম রায়, কোচবিহার: রাখির দিন দুপুরে প্রকাশ্য বাজারে গুলিতে ‘খুন’ হয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়। ওই ঘটনায় কোচবিহারজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার তদন্তে নেমে এক সুপারি কিলারকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল শনিবার রাতে অসম-বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, রবিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানান কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতীদের সন্ধান পেতে চাইছে পুলিশ।

Advertisement

কোচবিহারের ২ নম্বর ব্লকের ডোডেয়ার হাট রাখির দিন দুপুরে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়। বাইকে করে চার দুষ্কৃতী বাজারে আসে। অমর রায়কে পরপর চারটে গুলি করা হয়েছিল। তাঁর মাথায় ও পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুত ঘটনার তদন্ত শুরু করে কোচবিহার জেলা পুলিশ। ঘটনার দিনই একটি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছিল বাজার এলাকা থেকে। ওই গাড়িতে দুষ্কৃতীরা গিয়েছিল বলে মনে করেছিলেন তদন্তকারীরা।

বিভিন্ন জায়গায় শুরু হয় খানাতল্লাশি। এরপরই গতকাল রাতে ওই সুপারি কিলারকে গ্রেপ্তার করা হল। ওই ঘটনার দিন আরও তিনজন ছিল। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধৃত ব্যক্তি অন্যতম অভিযুক্ত। সেই গুলি চালিয়েছিল বলে প্রাথমিক অনুমান। ধৃতের নামে অতীতেও একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ আছে। কেউ বা কারা ওই খুনের জন্য তাকে সুপারি দিয়েছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে বলে খবর। খুনের নেপথ্যে কে বা কারা আছে, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে এদিন কোচবিহার আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ