সোমনাথ রায় ও দীপালি সেন: রাজ্যপাল তথা রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসকে ২১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর সঙ্গে শুক্রবারের মধ্যে তাঁকে কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে। শুক্রবারই উপাচার্য নিয়োগ পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। সোশাল মিডিয়ায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জল গড়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই মামলার আগে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল আনন্দ বোস(C V Ananda Bose)। উচ্চশিক্ষা দপ্তরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। মঙ্গলবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যপালকে নির্দেশ দিয়েছে রাজ্যের তৈরি করা তালিকা থেকেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে। এমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।
ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাননীয় সুপ্রিম কোর্ট আজ চ্যান্সেলরকে নির্দেশ দিয়েছে রাজ্যের সাহায্যপ্রাপ্ত ২১টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে। এই নির্দেশের একটি কমপ্লায়েন্স রিপোর্ট শুক্রবার দাখিল করতে হবে।” এর সঙ্গে তাঁর আরও দাবি, আচার্যের কৌঁসুলি আদেশে ২১ জন উপাচার্য নিয়োগের নির্দেশের রেকর্ড না রাখার অনুরোধ করেছিলেন। সেই প্রক্রিয়ায় বাধা দেওয়ার যাবতীয় প্রচেষ্টা সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে।
— Bratya Basu (@basu_bratya)
প্রসঙ্গত, সোমবারই রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক কল্লোল পালকে। তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে আশুতোষ ঘোষকে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.