Advertisement
Advertisement
TMCP

রবীন্দ্রনাথকে অসম্মান! গ্রেপ্তার চাঁচল কলেজের বহিষ্কৃত TMCP নেতা

সোমবার রাতে নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার হয়েছে এ বি সোয়েল।

Suspended TMCP leader of Chachol College arrested over allegedly insulting Rabindranath Tagore
Published by: Sucheta Sengupta
  • Posted:September 9, 2025 11:46 am
  • Updated:September 9, 2025 11:48 am   

বাবুল হক, মালদহ: কেন্দ্র বিরোধী বিক্ষোভের মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ-সহ একাধিক অভিযোগ। দল থেকে সদ্য বহিষ্কৃত হওয়ার পর এবার তৃণমূল ছাত্রনেতা এ বি সোয়েল ওরফে নাসিমুল হককে গ্রেপ্তার করল পুলিশ। রবীন্দ্রনাথকে অসম্মানের ঘটনায় স্থানীয় এক বাসিন্দা তাঁর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে তাঁকে চাঁচলের নয়াটোলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চাঁচোল কলেজের টিএমসিপি ইউনিট সভাপতি পদে ছিলেন তিনি। পুলিশ জানায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত এ বি সোয়েল। ভিডিও ছবি দেখে অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

চাঁচল কলেজের সামনে ২ সেপ্টেম্বর কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে টিএমসিপি। কলকাতায় সেনা তৃণমূলের মঞ্চ খুলে ফেলার প্রতিবাদ জানাতে গিয়েই তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিট বিক্ষোভ দেখায়। নেতৃত্বে ছিলেন ইউনিট সভাপতি এ বি সোয়েল। সেই বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি পোড়ানো হয়। ঘটনার পাঁচ দিন পর অভিযোগ ওঠে, ওই দিন মোদি, শাহর ছবির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে ফেলে টিএমসিপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিবাদ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

চাঁচল কলেজে কবিগুরুর অসম্মানের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই আসরে নেমে কড়া পদক্ষেপ নেয় শাসক শিবিরের ছাত্র সংগঠন। সোমবারই টিএমসিপি থেকে বহিষ্কারের নির্দেশ দেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁকে বহিষ্কারের পাশাপাশি চাঁচল কলেজে টিএমসিপির ইউনিট ভেঙে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন ৩০ জন। জানা গিয়েছে, সোয়েল দু’বছর আগে সভাপতি হন। তিনি চাঁচল কলেজেরই পড়ুয়া। এবার ফাইনাল ইয়ার বা ষষ্ঠ সেমিস্টার পাস কোর্সের ছাত্র। ধৃত ওই বহিষ্কৃত ছাত্র নেতাকে মঙ্গলবার তোলা হবে মালদহের চাঁচল মহকুমা আদালতে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেদিন যাঁরা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তাঁদের শনাক্ত করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ