Advertisement
Advertisement
Soumendu Adhikari

সাত পাকে বাঁধা পড়লেন ‘কুমার’ সৌমেন্দু, ভাইয়ের বিয়েতে ‘বেপাত্তা’ শুভেন্দু

ভাইয়ের বিয়ে ছেড়ে কোথায় গেলেন শুভেন্দু?

Suvendu Adhikari absent as brother Soumendu ties the knot
Published by: Amit Kumar Das
  • Posted:March 4, 2025 1:33 pm
  • Updated:March 4, 2025 1:33 pm   

সংবাদ প্রতিদিন ব্যুরো: ‘কুমার’ তকমা ঘুঁচল বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর। সাত পাকে বাঁধা পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। গত সোমবার অধিকারী বাড়ির ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। যদিও ভাইয়ের বিয়েতে দেখা পাওয়া যায়নি দাদা শুভেন্দুর। যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

Advertisement

কাঁথির শিশিরকুঞ্জের বাসিন্দা, প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ সন্তান ৪২ বছর বয়সি সৌমেন্দু অধিকারী। গত ৩ মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বিয়ে সারলেন মহিষাদলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে। দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের। এমএ পাস সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী। দুই পরিবারের সদস্যের পাশাপাশি বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বহু শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, গত শুক্রবার একেবারে গোপনে সোনাক্ষীর সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন সৌমেন্দু। এরপর তমলুকের ৫১ পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দিরে পুজো দেন এই অধিকারী দম্পতি। এরপর গত সোমবার একেবারে শুভলগ্ন দেখে আনুষ্ঠানিক বিয়ে সারলেন কাঁথির বিজেপি সাংসদ।

তবে এই বিয়েতে শুভেন্দু অধিকারী উপস্থিত না হওয়ায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। যদিও অধিকারী পরিবার ও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ভাইয়ের বিয়ে ছেড়ে ওইদিন সন্দেশখালিতে ছিলেন বিরোধী দলনেতা। সোমবার ছিল সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়ে। সেই বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, সন্দেশখালি আন্দোলনের সময় বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি জামিনে বের হওয়ার পর ফের তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে ছাড়া পেয়ে যান বিকাশ। ভাইয়ের বিয়ে ছেড়ে সেই বিজেপি নেতার মেয়ের বিয়েতে শুভেন্দু যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ