Advertisement
Advertisement
Bankura

পুতুলের জন্য কাপড় আনতে যাওয়াই কাল, বাঁকুড়ায় দর্জির ‘লালসা’র শিকার নাবালিকা!

বিচারক ধৃতকে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Tailor arrested for physical assault in Bankura

ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 2, 2025 4:33 pm
  • Updated:June 2, 2025 4:35 pm   

টিটুন মল্লিক, বাঁকুড়া: পুতুল সাজানোর জন্য কাপড়ের প্রয়োজন ছিল। সেজন্য ভরদুপুরে বড়দের না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল বছর সাতের নাবালিকা। এলাকারই এক দর্জির কাছে সে গিয়েছিল কাপড় আনতে। আর বিশ্বাস করে সেখানে যাওয়াই কাল হল। অভিযোগ, ওই দর্জির লালসার শিকার হল নাবালিকা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ আহিয়া। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাতনা থানা এলাকায় বাড়ি ওই নাবালিকার। এলাকাতেই দোকান আছে দর্জি শেখ আহিয়ার। গতকাল, রবিবার দুপুরে বাড়ির সকলে ঘুমাচ্ছিলেন। পুতুল খেলার সময় সেটিকে সাজানোর জন্য কাপড়ের প্রয়োজন ছিল। সেই কথা মাথায় আসতেই কাউকে কিছু না বলে একাই ওই দর্জির কাছে চলে যায় নাবালিকা। কাপড় দেওয়ার নাম করে নাবালিকাকে দোকানের ভিতর নিয়ে যান তিনি। এরপর দোকানের শার্টার নামিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতেও ভয় দেখানো হয় বলে অভিযোগ। পরে ছাড়া পেয়ে নাবালিকা কোনওরকমে বাড়ি ফিরে আসে।

তার চোখমুখ দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনদের। পরে বাড়ির লোকদের গোটা ঘটনার কথা জানায় সে। রাতেই ছাতনা থানায় নাবালিকার পরিবারের তরফে দর্জির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পকসো ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ, সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কঠোর থেকে কঠোরতম সাজার দাবি তোলা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে। ওই ব্যক্তির ফাঁসির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ