Advertisement
Advertisement
Debra

পড়ানোর নামে দিনের পর দিন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তা! ডেবরায় গ্রেপ্তার গৃহশিক্ষক

ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Teacher arrested for physical assault student in Debra

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:June 4, 2025 2:46 pm
  • Updated:June 4, 2025 2:46 pm   

অংশুপ্রতীম পাল, খড়্গপুর: গৃহশিক্ষকের লালসার শিকার হল এক নাবালিকা। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গোপালচন্দ্র মান্না।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেবরা থানার জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের আম্বাদিঘি গ্রামে ওই ছাত্রী ও গৃহশিক্ষকের বাড়ি। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষক মঙ্গলবার অন্যান্য দিনের মতোই পড়াতে গিয়েছিলেন। পড়ানোর সময়ই বাড়িতে ওই নাবালিকার উপর যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। পরে তিনি ফিরেও যান। এদিকে পরিবারের লোকজনের ওই ছাত্রীকে দেখে সন্দেহ হয়। চেপে ধরতেই সব কথা বলে দেয় ওই নাবালিকা। এরপর আর কালবিলম্ব করেনি ওই পরিবার। গতকাল রাতেই ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

দ্রুত তদন্তে নামে পুলিশ। আজ বুধবার বেলা ১১টা নাগাদ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজই ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে। ওই গৃহশিক্ষক পড়ানোর সময় দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করতেন বলে অভিযোগ। নানা অছিলায় ছাত্রীকে স্পর্শ করতেন বলেও অভিযোগ। ওই ছাত্রীকে কারও কাছে মুখ না খুলতেও ভয় দেখানো হত বলে অভিযোগ। ছাত্রী ভয়ে মুখ না খোলার সুযোগে দিনের পর দিন শিক্ষক এই ন্যক্কারজনক কাজ করতেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ