Advertisement
Advertisement
Goghat

তন্ত্র সাধনার নামে নদীর ধারে কিশোরীকে যৌন নির্যাতন! কাঠগড়ায় তান্ত্রিক

পলাতক তান্ত্রিক।

Teenager allegedly assaulted in Goghat by Tantrik

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 25, 2025 5:17 pm
  • Updated:June 25, 2025 5:19 pm   

সুমন করাতি, হুগলি: তন্ত্র সাধনার নামে কিশোরীকে যৌন নির্যাতন! কাঠগড়ায় প্রতিবেশী তান্ত্রিক। অভিযোগ, তন্ত্র সাধনার নামে নদীর ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল এক কিশোরীকে। গোঘাটের বালি পঞ্চায়েতের দীঘড়া এলাকার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক তান্ত্রিক।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিত সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযোগ, কয়েক সপ্তাহ আগে তন্ত্রসাধনার নামে কিশোরীকে নদীর ধারে নিয়ে গিয়েছিল অভিযুক্ত তান্ত্রিক। তারপর ওষুধ খাইয়ে বেহুঁশ করে নির্জন এলাকায় ধর্ষণ করে। রীতিমতো যৌন নির্যাতন চালায়। নির্যাতিতা জানিয়েছে, হুঁশ ফিরতেই দেখে তার গায়ে একটা সুতোও ছিল না। প্রথমে ভয়ে এই ঘটনার কথা পরিবারকে জানাতে পারেনি সে। কিন্তু ক্রমাগত মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। একাধিক আত্মহত্যার চেষ্টাও করে বলে অভিযোগ পরিবারের। যা দেখে সন্দেহ হয় পরিবারের। 

এরপরই গোঘাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। নির্যাতিতাও পুরো বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। যদিও তান্ত্রিক পলাতক। স্থানীয়দের দাবি, অভিযুক্ত তান্ত্রিক এলাকার মহিলাদের উত্যক্ত করত। কুপ্রস্তাবও দিত। সুবিধা করতে না পেরে ভুলিয়ে ভালিয়ে কিশোরীকে নিয়ে গিয়ে নির্দন নদীর পারে যৌন লালসা মিটিয়েছে তান্ত্রিক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ