Advertisement
Advertisement
bagda

বাগদায় পুকুরের ধারে উদ্ধার শিশুর দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার খেলার সঙ্গী

আদালতের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়েছে।

Teenager arrested for allegedly finding body in Bagda

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:May 23, 2025 4:41 pm
  • Updated:May 23, 2025 4:42 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাবালককে খুনের অভিযোগে গ্রেপ্তার খেলার সঙ্গী  আরেক নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। ধৃত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়েছে। কী কারণে ওই নাবালককে ‘খুন’ করা হল? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় যথেষ্ঠ উত্তেজনা রয়েছে।

Advertisement

বুধবার দুপুর দেড়টা নাগাদ ওই বছর দশেকের নাবালক খেলতে গিয়েছিল ওই বছর ১২-এর কিশোরের সঙ্গে। বেলা পেরিয়ে গেলেও ওই নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধে নেমে গেলেও সন্ধান না মেলায় নাবালকের পরিবার ও প্রতিবেশীরা তাঁর খোঁজে তল্লাশি শুরু করেন। কুইলিয়া গ্রামের একটি পুকুরের ধার থেকে ওই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ দেখা যায় বলে অভিযোগ। তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়। বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

যে কিশোরের সঙ্গে ওই নাবালক খেলতে গিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার কথাতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। বৃহস্পতি সে খুনের কথা স্বীকার করেছে বলে স্থানীয়রা দাবি করে। এরপরেই পুলিশ গতকাল রাতে ওই কিশোরকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার ওই কিশোরকে আদালতে তোলা হয়। বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে তদন্তে পুলিশ অভিযুক্তের ভাইকেও জিজ্ঞাসাবাদ করে। সে দাদাকে ‘খুন’ করতে দেখেছে বলে জানায় বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, ওই এলাকারই একটি কলাবাগান থেকে লুকিয়ে রাখয়া একটি লাঠি উদ্ধার হয়েছে বলেও খবর। ওই লাঠি দিয়েই কি ‘খুন’ করা হয়েছে? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ? কী কারণে ওই নাবালককে ‘খুন’ করা হল? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ