Advertisement
Advertisement
Howrah

বেপরোয়া মনোভাবের মর্মান্তিক পরিণতি! চলন্ত ট্রেনের দরজায় ঝুলতে গিয়ে পড়ে মৃত্যু কিশোরের

কিশোর সপ্তম শ্রেণির পড়ুয়া।

Teenager dies after hanging from moving train door in Howrah

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 10, 2025 8:56 pm
  • Updated:September 10, 2025 9:48 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বেপরোয়া মনোভাবের মর্মান্তিক পরিণতি! চলন্ত ট্রেনের হাতল ধরে ছুঁটতে গিয়ে লাইনে পড়ে মৃত্যু সপ্তম শ্রেণির এক পড়ুয়ার। বুধবার বিকেলে আনুমানিক চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া বেলুড় স্টেশনে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম ঋতু শর্মা। বয়স ১৩ বছর। সে হুগলির ডানকুনির বাসিন্দা। কিশোর বেলুড়ের খামারপাড়া জাগৃতি হিন্দি বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনার সময় ওই স্কুল ছাত্র বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুসারে, দ্রুতগতিতে চলন্ত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্ম দিয়ে খেলা করছিল সে। সেই সময় পড়ে গিয়ে দুর্ঘটনা প্রথমে গুরুতর আহত যুবককে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, “ওই কিশোর ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলে। দ্রুতগতিতে চলন্ত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্ম দিয়ে ছুটে খেলা করছিলে। আর এই খেলা করতে গিয়েই ৫ নম্বর প্ল্যাটফর্মের শেষে গিয়ে ট্রেনের রড ধরতে না পেরে হাত ফস্কে যায়। ট্রেন ও প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার। আমার নজরে বিষয়টি আসতেই আমি রেল পুলিশকে খবর দিই। গুরুতর আহত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসি।” পড়ুয়ার ব্যাগ থেকে কিশোর পরিচয় পায় পুলিশ। পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ