Advertisement
Advertisement
Baruipur

দশমীর রাতে ছাদ থেকে হাইটেনশন লাইনের উপরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক মৃত্যু কিশোরের

ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Teenager dies of electrocution in Baruipur

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 3, 2025 1:58 pm
  • Updated:October 3, 2025 1:58 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দশমীর রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে ছাদের পাঁচিলের ধারে গিয়েছিল কিশোর! অসতর্ক হয়ে পাঁচিল থেকে বিদ্যুতের হাইটেনশন লাইনের উপর পড়ে যায় সে! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে বছর ১৬-এর ওই কিশোরের বাড়ি কুলতলি থানা এলাকার নলগড়া এলাকায়। পুজোর সময় বারুইপুরের গোবিন্দপুরে তার মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল সে। গতকাল, বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় দুর্গাপ্রতিমার নিরঞ্জন চলছিল। রাতে মোবাইল ফোন নিয়ে কথা বলার জন্য ছাদের গিয়েছিল কিশোর। ওই বাড়ির কাছ দিয়েই গিয়েছে বিদ্যুতের হাইটেনশন তার।

অনুমান, কথা বলার সময় ছাদের পাঁচিলের ধারে চলে গিয়েছিল সে। সম্ভবত, অসতর্ক হয়ে ছাদ থেকে পড়ে যায় সে। সোজা ছাদ থেকে ওই হাইটেনশন তারের উপর পড়েছিল সে। বিদ্যুতস্পৃষ্ট হয় ওই কিশোর। ভয়ানক শব্দ শুনে সেখানে ছুটে যায় স্থানীয়রা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে তার। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অসতর্কভাবে ছাদ থেকে পড়ে যাওয়ায় এই ঘটনা? নাকি অন্য কিছু বিষয়? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিজয়া দশমীর দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকাতেও শোকের ছায়া।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ