Advertisement
Advertisement
Howrah

বন্ধুদের সঙ্গে সাঁতারের বাজি ধরাই কাল! হাওড়ায় জলে ডুবে মৃত্যু কিশোরের

পুলিশ তদন্তে নেমে এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Teenager drowns in Howrah

চলছে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 17, 2025 4:40 pm
  • Updated:August 17, 2025 5:27 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতারে নেমে তলিয়ে গেল কিশোর। আজ, রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিড়টিকুরি এলাকায়। মৃতের নাম মহম্মদ সুফিয়ান। পুলিশ তদন্তে নেমে এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement

জানা গিয়েছে, মৃত ওই কিশোরের বাড়ি বাঁকড়ার মণ্ডলপাড়ায়। এদিন বেলায় বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল সুফিয়ান। বালিটিকুরি ইএসআই হাসপাতালের কাছে গভীর একটি ঝিল আছে। সুফিয়ানরা বন্ধুরা মিলে আগেও সেখানে সাঁতার কাটতে গিয়েছিল বলে খবর। এদিন ওই ঝিলের পাড়ে দাঁড়িয়েই সাঁতারের বাজি ধরা হয়েছুল। সেইমতো সুফিয়ান জলে ঝাঁপ দেয় বন্ধুদের সঙ্গে। ঝিলের মাঝামাঝি গিয়ে ওই কিশোর ডুবে যায় বলে খবর। দ্রুত ঘটনাস্থলে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ, ডুবুরি, র‍্যাফ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। প্রথমে জাল ফেলে তল্লাশি চলে। পরে ঝিলে ডুবুরিও নামানো হয়। প্রায় ঘণ্টাতিনেক পর ওই কিশোরের দেহ উদ্ধার হয়।

ওই কিশোর সাঁতার জানত। তাহলে কেন এই ঘটনা ঘটল? সেই প্রশ্ন উঠেছে। মৃত কিশোরের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরের ওই বন্ধু জানায়, তারা বন্ধুরা ঝিলে স্নান করতে নেমেছিলে। নিজেদের মধ্যে সাঁতারের বাজি হয়। ঝিলের ওপারে যাওয়ার পর তারা আবার এপারে সাঁতার কেটে আসতে শুরু করে। ঝিলের মাঝখানে এসে সুফিয়ান হাঁপিয়ে যায়। আর তারপরই সুফিয়ান ডুবতে শুরু করে। সুফিয়ানের ওই বন্ধু পুলিশকে বলেছে, ‘‘সুফিয়ান ডুবে যাচ্ছে দেখে আমি তাকে ধরে অনেকটা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু সুফিয়ান আমাকে জড়িয়ে ধরতে আমিও ডুবে যাচ্ছিলাম। আমি নিজে প্রাণে বাঁচতে কোনওরকমে ঝিলের পারে চলে আসি।’’ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া। কান্নার রোল মৃতের বাড়িতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ