Advertisement
Advertisement
North Bengal

প্রকৃতির রুদ্রমূর্তি! বিপদসীমার উপরে বইছে তিস্তা-মহানন্দা, বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে

দুর্যোগের জেরে একাধিক ট্রেন বাতিল করেছে আলিপুরদুয়ার ডিভিশন।

Teesta-Mahananda rivers flowing above danger level, flood situation in North Bengal
Published by: Subhankar Patra
  • Posted:October 5, 2025 10:40 am
  • Updated:October 5, 2025 11:04 am   

সংবাদ প্রতিদিন ব্যুরো: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। তা সত্যি করে শনিবার রাতভর ভারী বর্ষণ উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। তার জেরে নেমেছে ভূমিধস। ভেঙেছে বাঁধ। অবরুধ বিভিন্ন সড়ক। বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জলবন্দি কয়েক হাজার পরিবার। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোর্সা। বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে।

Advertisement

কালিম্পংয়ের তিস্তা বাজার নদীর জলে তলিয়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৯ মাইল এলাকায় বালুওয়াখানি তিস্তার জলে ভেসেছে। দার্জিলিং-শিলিগুড়ি হিল কার্ট রোড দিলারামে অবরুদ্ধ হয়েছে। এদিকে শিলিগুড়ির পোড়াঝাড়ে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভয়ানক রূপ নিয়েছে ফুলবাড়ির মহানন্দা ক্যানেল। নেপাল সীমান্ত সংলগ্ন গলগলিয়া প্লাবিত হয়েছে। ভেঙেছে দুধিয়ার লোহার সেতু।

এদিকে হাসিমারায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে সকাল ৮ টা পর্যন্ত ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তোর্সা নদীর জলস্তর ১১৮ মিটার উপর দিয়ে বইছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়িতেও রেকর্ড বৃষ্টি হয়েছে। একরাতে ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত শহরে। যা এই বছর রেকর্ড বৃষ্টি। জলপাইগুড়ির মহামায়া পাড়া,পাণ্ডাপাড়া, স্টেশন রোড-সহ একাধিক ওয়ার্ডে জল দাঁড়িয়ে পড়েছে। ক্লাব রোডে গাছ ভেঙে বিচ্ছিন্ন যাতায়াত। কোচবিহারজেলাজুড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ এলাকা। সব মিলিয়ে জলে ভাসছে উত্তরবঙ্গ।

দুর্যোগের জেরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। একাধিক ট্রেন বাতিল করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। বাংলা থেকে অসম যাওয়ার একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে এনজেপি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ধুবরি শিলিগুড়ি ডেমু স্পেশাল। বাতিল শিলিগুড়ি বক্সিরহাট এক্সপ্রেস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ