Advertisement
Advertisement
Tehatta

ঘুমন্ত মাকে কুড়ুলের এলোপাথাড়ি কোপ! রাতেই অস্ত্র-সহ আত্মসমর্পণ ছেলের, কারণ ঘিরে ধোঁয়াশা

হামলার কারণ ঘিরে ধোঁয়াশা।

Tehatta man allegedly stabbed mother, later surrenders

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 25, 2025 9:59 am
  • Updated:September 25, 2025 2:48 pm   

রমণী বিশ্বাস, তেহট্ট: মানসিক অবসাদ! কাজ নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা। বুধবার গভীর রাতে ঘুমন্ত মাকে কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। পরে হাসপাতালে মৃত্যু মহিলার। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে। চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম অর্চনা দাস। বুধবার গভীর রাত আনুমানিক ২টো নাগাদ ছেলে ফেলা দাস মাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তারপর সদ্য কেনা অটোতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন ও চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থায় অবনতি ঘটলে বৃদ্ধাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এদিকে রাতেই কুড়ুল নিয়ে ট্রাফিক গার্ড অফিসে আত্মসমর্পণ করেছেন ছেলে। তাঁকে আটক করেছে পুলিশ।

কিন্তু কেন মাকে কোপাল ছেলে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে। মাঝে মধ্যেই বাড়িতে ঝামেলা করতেন তিনি। সম্প্রতি, অটো কিনেছিলেন। কিন্তু সেই ভাবে ভাড়া না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের সঙ্গেও ঝামেলা হয়েছিল। অনুমান, সেই বিবাদের জেরেই মাকে খুন ছেলের। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ