Advertisement
Advertisement
POCSO case

বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ঘরে ডেকে ধর্ষণ, আমৃত্যু জেলে ভাড়াটিয়া মামা

প্রায় তিন বছর সেই মামলা চলার পর সাজা ঘোষণা করে বারাসাত পকসো আদালত।

Tenant sent to jail till death in POCSO case in Habra
Published by: Paramita Paul
  • Posted:July 8, 2025 7:18 pm
  • Updated:July 8, 2025 7:18 pm   

অর্ণব দাস, বারাসত: বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষীর আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। ২০২২ সালের জুন মাসের শেষের দিকে হাবড়া থানায় নির্যাতিতার বাবা এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন। প্রায় তিন বছর সেই মামলা চলার পর মঙ্গলবার সাজা ঘোষণা করে বারাসাত পকসো আদালত।

Advertisement

সাজা প্রাপকের নাম সুজন দে। বয়স ৫০ বছর। আদালত সূত্রে জানা গিয়েছে, সুজন নির্যাতিতাদের বাড়িতেই ভাড়া থাকত। বছর দশের নাবালিকা তাকে মামা বলে ডাকত। নাবালিকা ডাউন সিনড্রোমে আক্রান্ত থাকায় তাঁর শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা ছিল। এই সুযোগকেই কাজে লাগায় ভাড়াটিয়া সুজন।

অভিযোগ, বাড়িতে কেউ না থাকলেই সে নাবালিকাকে বিভিন্ন অছিলায় ডেকে ধর্ষণ করত। কাউকে না জানাতে হুমকি দিত। একাধিকবার নক্কারজনক এই ঘটনা ঘটার পর শেষে বাধ্য হয়েই নাবালিকা গোটা ঘটনা পরিবারকে জানায়। এরপরই হাবড়া থানায় অভিযোগ দায়ের করলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন রামকৃষ্ণ গুড়িয়া। মামলা চলে বারাসত আদালতের পকসো কোর্টে। গত সোমবার সুজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন তাঁর সাজা ঘোষণা হয়। মামলার সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত জানান, “প্রায় ৩০জন সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সুজনের আমৃত্যু কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ