Advertisement
Advertisement

Breaking News

Lilua

মধ্যরাতে লিলুয়ায় ধুন্ধুমার! আলাদা আলাদা দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, বেনারস রোডে চালককে মারধর জনতার

গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।

Tension at Lilua over death of man hit by Truck

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 8, 2025 10:02 am
  • Updated:June 8, 2025 12:03 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাঝরাতে ধুন্ধুমার লিলুয়ায়! ১০ চাকা গাড়ির তলায় পিষ্ট মৃত্যু ২ যুবকের। একটি দুর্ঘটনা ঘটে কোল্ডম্যান ফ্যাক্টরির কাছে। অন্যটি বেনারস রোডে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেনারস রোডের দুর্ঘটনায় খালাসি ও চালককে গণপিঠুনি উত্তেজিত জনতার। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি স্থানীয়দের! ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সকালেও ঘটনার রেশ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের কোল্ডম্যান ফ্যাক্টরির কাছে ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে, প্রায় কাছাকাছি সময়ে বেনারস রোডের ধারে এক যুবককে ধাক্কা মারে ১০ চাকার লরি। রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত যুবকের নাম দিনেশ সাহানি। বয়স  ৪৭। তিনি দাশনগর থানা এলাকার বাসিন্দা। মৃত্যুর খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। লরির চালক ও খালাসিকে বেধড়ক মারধর করতে থাকেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় লিলুয়া থানার বিশাল পুলিশ। তখন পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাক্কাধাক্কি লাগে বলে খবর। উত্তেজিত্ত জনতাকে সরিয়ে গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার পুলিশ। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের আটক করেছে পুলিশ। ঘাতক লরিটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১৬ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement