সুবীর দাস, কল্যাণী: পুজোর আগে সক্রিয় নতুন জালিয়াতি চক্র! গৃহবধূর এটিএম হাতিয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি। ভিন জেলার ২জনকে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় ব্যবহৃত একটি গাড়িও।
ধৃতদের নাম শুভম মাল ও সুবীর শেখ। শুভম দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা। সুবীর দক্ষিণ ২৪ পরগনারই রায়দিঘি এলাকার বাসিন্দা। বুধবার সকালে অভিযুক্তদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ, বৃহস্পতিবার তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর হরিণঘাটা পুরসভা ২ নম্বর ওয়ার্ডের একটি এটিএমে টাকা তুলতে আসেন বন্ধনা সরকার নামে এক গৃহবধূ। টাকা তোলার সময় কিছু সমস্যার মধ্যে পড়েন তিনি। সেই সময় সাহায্যের জন্য এগিয়ে আসেন ধৃতদের মধ্যে এক যুবক। সাহায্যের নামে সেই যুবক মহিলার এটিএমের পিন জেনে নেন বলে অভিযোগ। নানান আছিলায় এটিএম কার্ডটিও বদলে নেন অভিযুক্তরা। সেই বিষয়টি লক্ষ করেননি বধূ। কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসেন তিনি।
পরের দিনই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিকবার টাকা তোলার মেসেজ আসতে থাকে বধূর ফোনে। মহিলার দাবি, ব্যাঙ্ক থেকে তাঁকে ফোন করে টাকা তোলার বিষয়টি জানানো হয়। জানতে পারেন প্রায় ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি টাকা তার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে গিয়ে নিজের এটিএম কার্ডটি ব্লক করান। তারপরই হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সূত্রেই দুই ধৃতকে নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে হরিণঘাটা থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.