ফাইল ছবি।
অর্ণব দাস, বারাকপুর: তৃণমূল কাউন্সিলারকে বাড়িতে গিয়ে হুমকি। ঘটনার পর থেকেই আতঙ্কে তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস এবং তাঁর পরিবার। ইতিমধ্যে ঘটনায় হালিশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী জেলা শীর্ষ নেতৃত্বকেও এই বিষয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই তৃণমূল কাউন্সিলার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কেন এই হুমকি তা এখনও স্পষ্ট নয়। এমনকী কারা জড়িত তাও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুঞ্জয় দাসের দাবি, ”ওয়ার্ডে পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়েছিলাম। সেই কারণেই হয়তো এই ঘটনা।”
শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। মৃত্যুঞ্জয়বাবুর কথায়, “তখন আনুমানিক রাত ১২টা বেজে গিয়েছে। শুয়ে আছি, হঠাৎ করেই জানলার পাশে কয়েকজনের গলা শুনতে পাই। কারা আছে বলতে গেলে গালাগালি, হুমকি দিয়ে আমাকে সাবধান হয়ে যেতে বলে।” কিন্তু কেন এমন ঘটনা তা স্পষ্ট নয়।
তবে তৃণমূল নেতার কথায়, ওয়ার্ডের পুকুর ভরাট হচ্ছিল। সেই কাজের প্রতিবাদ করি। তার প্রেক্ষিতেও এহেন হুমকি বলে অনুমান বলে মৃত্যুঞ্জয় দাস। তাঁর কথায়, পুলিশি তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। অন্যদিকেপুলিশ জানিয়েছেন, ”তদন্ত চলছে। অভিযোগকারীর বাড়ি লাগোয়া সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।” অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.