Advertisement
Advertisement
Durgapur

দামোদরে স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল তিন কিশোর

তলিয়ে যাওয়া কিশোরদের খোঁজে তল্লাশি চলছে।

Three boys drowned in Damodar
Published by: Subhodeep Mullick
  • Posted:June 4, 2025 8:08 pm
  • Updated:June 4, 2025 8:08 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদ থানার রনডিহায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তলিয়ে যাওয়া কিশোরদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে সাত বন্ধু দামোদরের ধারে ঘুরতে গিয়েছিল। এরপরই তারা সেখানে স্নান করার পরিকল্পনা করে। সেই মতো একসঙ্গেই জলে নামে আট জন। কিন্তু আচমকা স্রোতের টানে তলিয়ে যেতে থাকে তিন জন। তাঁদের বাঁচাতে এগিয়ে আসে বাকিরা। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তারাও তলিয়ে যেতে থাকে। ঘটনাটি দেখে তাদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে চার জনকে তাঁরা উদ্ধার করেন। কিন্তু বাকি তিন কিশোর তলিয়ে যায়। তাদের নাম সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারি এবং অভিজিৎ গায়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় সূত্রে খবর, এখনও সেখানে উদ্ধারকাজ চলছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, “তিন জন কিশোর তলিয়ে গিয়েছে। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত রয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের কোনও হদিশ পাওয়া যায়নি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement