Advertisement
Advertisement
Elephant killed

আগাম বার্তা সত্ত্বেও অসতর্ক রেল! জনশতাব্দীর ধাক্কায় ঝাড়গ্রামে মৃত্যু ৩ হাতির, ক্ষুব্ধ বন দপ্তর

বনদপ্তরের দাবি, পুরোটাই রেলের অসতর্কতার ফল।

Three Elephants killed in Train Accident near Jhargram

বাঁশতলা এলাকায় লাইন পারাপার হাতির। ছবি: প্রতীম মৈত্র

Published by: Subhajit Mandal
  • Posted:July 18, 2025 9:24 am
  • Updated:July 18, 2025 12:34 pm  

সুব্রত বিশ্বাস ও সুনীপা চক্রবর্তী: ঝাড়গ্রাম রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু। ক্ষুব্ধ বনদপ্তর। তদন্তের নির্দেশ দিয়েছে রেলও। 

Advertisement

জানা যাচ্ছে, বাঁশতলার কাছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেই এলাকার তিন দিকে জঙ্গল। বৃহস্পতিবার গভীর রাতে ওই রেললাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। ঠিক সেসময় দ্রুতগতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস তিনটি হাতিকে ধাক্কা মারে। লাইনের উপরই পড়ে মৃত্যু হয় হাতিগুলির। তিনটি হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং দুটি হস্তিশাবক ছিল।

Three Elephants killed in Train Accident near Jhargram

বাঁশতলা মৃত হাতি। ছবি: প্রতীম মৈত্র।

 

লাইনে হাতির মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বনদপ্তর এবং রেলকে খবর দিলে ক্রেনে করে হাতিগুলির দেহ সরানো হয়। যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যহত হয়। একটা সময় একটি লাইন দিয়েই আপ ও ডাউন ট্রেন চালাতে হয়। সকাল ৬টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। এভাবে পরপর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। রেল এবং বনদপ্তর দুটোকেই সমানভাবে দায়ী করছেন তাঁরা।

যদিও বনদপ্তরের দাবি, পুরোটাই রেলের অসতর্কতার ফল। রেলকে আগে থেকে জানানো হয়েছিল বাঁশতলা এলাকা দিয়ে হাতির দল যাতায়াত করতে পারে। কিন্তু তা সত্ত্বেও সতর্ক হয়নি রেল। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রেলকে সতর্ক করা হয়, হাতির দল লাইন পারাপার করতে পারে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই স্বাভাবিক গতিতে ছুটেছে জনশতাব্দী এক্সপ্রেস। ধীরগতিতে ট্রেন চালানো হয়নি। তাছাড়া এই প্রথম নয়, এর আগেও যতবার রিভিউ মিটিং হয়েছে, প্রতিবারই রেলকে সতর্ক করা হয়। কিন্তু কার্যকরী পদক্ষেপ করছে না রেল। এই ভূমিকায় ক্ষুব্ধ বনদপ্তর কড়া পদক্ষেপ করতে পারে বলে খবর। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন রেলও। খড়গপুর ডিভিশনের ডিআরএম কে আর চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির কোনও ক্ষতি হয়নি। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। অবিলম্বে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement