Advertisement
Advertisement
North Bengal

খুলল টাইগার হিল-সান্দাকফু, বিপর্যয় কাটিয়ে পাহাড় ফিরছে স্বাভাবিক ছন্দে

কয়েকশো পর্যটক দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পৌঁছেছেন।

Tiger Hill to sandakphu, Darjeeling all are open for tourists in North Bengal

ফাইল ছবি ।

Published by: Kousik Sinha
  • Posted:October 7, 2025 8:50 am
  • Updated:October 7, 2025 9:12 am   

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ভূমিধসে বিধ্বস্ত পাহাড়ে পর্যটকদের নিরাপত্তার জন্য রবিবার দার্জিলিংয়ের টাইগার হিল, সান্দাকফু, রক গার্ডেন ভ্রমণে জিটিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিষেধাজ্ঞা জারি করলেও সোমবার সবই খুলে দেওয়া হয়েছে। সোমবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পর্যটকরা ফের দার্জিলিংমুখী হচ্ছেন।

Advertisement

সমস্যা হয়েছে উড়ান এবং সিকিম ও দার্জিলিং থেকে ফেরার গাড়ি ভাড়া নিয়ে। পর্যটকদের একাংশের অভিযোগ, গ্যাংটক অথবা দার্জিলিং থেকে ফেরার পুরো গাড়ি ভাড়া ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। যারা বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ানে ফিরতে চাইছেন তারা আরও বেশি বিপাকে পড়েছেন। অভিযোগ, সোমবার বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানের ভাড়া বেড়ে হয়েছে ১৫ হাজার টাকা। কেন এই বাড়তি ভাড়া? উত্তর মেলেনি কোথাও। এদিকে পাহাড়ে একাধিক জায়গা ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী ৮ অক্টোবর অবধি জয়রাইড বাদ দিয়ে বাকিসব টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ট্যুর অপারেটর সংস্থাগুলো সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকশো পর্যটক দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পৌঁছেছেন। তবে রবিবার ভূমিধসের জেরে যারা আটকে পড়েছিলেন তাদের মধ্যে যে আতঙ্ক নেই তেমনটা নয়। অনেকেই ভ্রমণ সূচি কাটছাট করে শিলিগুড়িতে নামছেন। তবে কতজন পর্যটক দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে আটকে পড়েছেন সেই তথ্য সরকারিভাবে মেলেনি।

রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, “আটকে পড়ার মতো পরিস্থিতি এখন নেই। সব রাস্তা খুলেছে। আমরা পর্যটকদের বলছি নির্ভয়ে দার্জিলিং ও কালিম্পং ভ্রমণ করুন।” তিনি জানান, গুজব ছড়িয়েছে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে। সেটা শুধুমাত্র রবিবারের জন্য নির্দিষ্ট কিছু জায়গায় ছিলো। তবে বিমান ভাড়া নিয়ে কিছু অভিযোগ এসেছে। সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ