ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দার্জিলিং সমতলেও কোর কমিটিতেই আস্থা তৃণমূলের। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে শাসক শিবির। এর আগে বীরভূম এবং কলকাতা উত্তরেও কোর কমিটি গঠন করে তৃণমূল।
দার্জিলিংকে সাংগঠনিকভাবে দু’ভাগে ভাগ করে তৃণমূল। দার্জিলিং হিল ও দার্জিলিং সমতল। গত ১৬ মে রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদল করে তৃণমূল। সেই তালিকায় দার্জিলিং জেলা সমতলে শুধুমাত্র চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। জেলা সভাপতির নাম পরবর্তীতে ঘোষণা করার কথা ছিল। অবশেষে দার্জিলিং সমতলে কোর কমিটি তৈরি করা হল। শনিবার দার্জিলিং সমতলে মোট ৯ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে গৌতম দেব ও পাপিয়া ঘোষের সঙ্গে সদস্য তালিকায় রয়েছেন শংকর মালাকারও। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন শংকর মালাকার। আগে তাঁকে দলের রাজ্য সহ সভাপতির পদ দেয় তৃণমূল। এবার কোর কমিটিতেও রাখা হল শংকরকে।
এছাড়া কোর কমিটিতে রয়েছেন রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রোমা রেশমি এক্কা, জ্যোতি তিরকে, মহম্মদ আইনুল হক, শোভা সুব্বাও রয়েছেন। জেলা চেয়ারপার্সন সঞ্জয় টিবরেওয়াল। এদিকে, এদিন তমলুকেও জেলা চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়। অসিত বন্দ্যোপাধ্যায়কে এই পদ দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসাবে সুজয় বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে।
AITC under the guidance and inspiration of Hon’ble Chairperson Smt. is pleased to announce a new District Chairperson in Tamluk & a District Core Committee in Darjeeling Plains.
— All India Trinamool Congress (@AITCofficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.