Advertisement
Advertisement
Birbhum

মল্লারপুরে তৃণমূল নেতাকে বোমা মেরে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন।

TMC leader accused of murder in Birbhum

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:July 19, 2025 9:09 pm
  • Updated:July 19, 2025 10:02 pm  

নন্দন দত্ত, বীরভূম: ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ সমাবেশের আগে বীরভূমে ‘খুন’ হলে এক তৃণমূল নেতা। বোমা মেরে ‘খুন’ করা হল ওই তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বীরভূমের মল্লারপুরের বিষিয়াগ্রামে। মৃত ব্যক্তির নাম বাইতুল্লা শেখ (৪০)। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। আজ, শনিবার রাতের এই ‘খুনে’র ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইতুল্লা শেলজ এলাকায় যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন। বিষিয়াগ্রামে ওই তৃণমূল নেতার যথেষ্ট প্রভাব ছিল। এদিন রাত আটটা নাগাদ এলাকারই একটি চায়ের দোকানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বসে কথা বলছিলেন। অভিযোগ, আশপাশ থেকে বেশ কয়েকজন ওই দোকান ঘিরে ফেলেন। ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই জায়গা থেকে পালিয়ে যায়।

মল্লারপুরে মৃত শেখ বাইতুল্লা।

ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ডাক্তাররা জানিয়ে দেন, তাঁর আগেই মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, গত পাঁচদিন আগে সাইথিয়া থানা এলাকায় তৃণমূল নেতা পীযূষ ঘোষও খুন হয়েছেন। মাত্র পাঁচদিনের ব্যবধানে জেলায় দুই তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। মযূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়ের অভিযোগ, এদিনের এই কাজ সিপিএমের হার্মাদবাহিনীর। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement