প্রতীকী ছবি
সঞ্জিত ঘোষ, নদিয়া: পঞ্চায়েতে আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা। বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে পঞ্চায়েতের করের লাখ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। বিজেপির দাবি, এই ঘটনায় পূর্বতন পঞ্চায়েত বোর্ডের তৃণমূলের প্রধান জড়িত রয়েছেন। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন প্রধান উৎপল বসাক।
ধৃত তৃণমূল নেতার নাম প্রতীক গুপ্ত। তিনি তৃণমূলের বুথ সভাপতি। তাঁর বিরুদ্ধে পঞ্চায়েতের কর সংগ্রহের লাখ লাখ টাকা সরানোর অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের বিজেপি প্রধান পরিমল রায়ের দাবি এই ঘটনায় আগের বোর্ডের তৃণমূল প্রধান উৎপল বসাক যুক্ত রয়ছেন। প্রধানের হাত ধরেই অভিযুক্ত কাজে নিযুক্ত হন বলে অভিযোগ বিজেপির। পরিমলের কথায়, “পূর্বে যখন তৃণমূলের বোর্ড ছিল তখন তৎকালীন প্রধানের হাত ধরেই প্রতীক গুপ্ত কাজে নিযুক্ত হন। তাঁর প্রশ্রয়েই আর্থিক দুর্নীতি করে আসছেন প্রতীক। কিন্তু তৃণমূল দায়িত্বে থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা মনে করছি তৎকালীন পঞ্চায়েত প্রধান উৎপল বসাক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। অবিলম্বে প্রশাসন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করুক।”
যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবিকে মিথ্যা বলে দাবি করেছেন প্রাক্তন প্রধান উৎপল বসাক। তিনি বলেন, “বিজেপি যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং বর্তমানে বিজেপির ফুলিয়ায় যে বড় দায়িত্বে রয়েছে তাঁর বাড়িতে ওঠাবসা করেন অভিযুক্ত। বিজেপি প্রায় আড়াই বছর ধরে পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে। তাহলে এতদিন কেন বিষয়টি প্রকাশ্যে আনেনি। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।” উল্লেখ্য, এই পঞ্চায়েত আগে তৃণমূলের ছিল। পঞ্চায়েত নির্বাচনের পর পালাবদল ঘটে এখানে। বিজেপি বেশি আসন পেয়ে বোর্ড গঠন করে। তাদেরই প্রধান রয়েছে এখন। সেই আবহে তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.