Advertisement
Advertisement
Bankura

কলেজ অধ্যাপকদের হুমকি! পুরানো ভিডিও ভাইরাল করে ‘মিথ্যাচার’, বলছে তৃণমূল

পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে, পালটা দাবি তৃণমূলনেতার।

TMC leader attacks on professor in bankura, video goes viral
Published by: Kousik Sinha
  • Posted:August 27, 2025 4:03 pm
  • Updated:August 27, 2025 4:56 pm   

টিটুন মল্লিক, বাঁকুড়া: ফের বিতর্কে বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজ। পুরোনো ভিডিও ভাইরাল হতেই নতুন করে শিরোনামে এই শিক্ষা প্রতিষ্ঠান । ভাইরাল হওয়া ভিডিওতে ওই কলেজের দুই অধ্যাপককে হুমকি দিতে দেখা যাচ্ছে তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়কে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় জেলাজুড়ে। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। যদিও ভিডিও সামনে আসতেই তৃণমূল নেতার দাবি, ”হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যে। পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে।”

Advertisement

জানা গিয়েছে, গত ২৬ মার্চ ন্যাক পরিদর্শনকে ঘিরে কলেজের সেমিনার রুমে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপকরা। এছাড়াও কলেজের পরিচালন সমিতির সদস্য হিসাবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় এবং স্থানীয় নেতা জয়ন্ত দাস। অভিযোগ, ওই বৈঠকে ভূগোল বিভাগের অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব ও বাংলা বিভাগের অধ্যাপক কুন্তল সিনহাকে নাকি হুমকি দেন কালিদাস মুখোপাধ্যায়। আর সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনা প্রসঙ্গে অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব বলেন, “আমাদের বলছে লোকালদের দিয়ে মার্ডার করিয়ে দেবে। আমরা তো বাইরে থেকে এসে থাকি। উনি যদি এই সব বলেন তাহলে আমাদের সুরক্ষার দায়িত্ব কে নেবে?” কার্যত এই ঘটনার পর থেকে আতঙ্কে আরও এক অধ্যাপক কুন্তল সিনহা। তাঁদের অভিযোগ, এই বিষয়ে পুলিশকে জানাতে গেলেও পুলিশ তা নেয়নি। এমনকী পুলিশ সুপারকে ইমেল করে গোটা ঘটনা জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ দুই অধ্যাপকের।

তবে পুরানো ভিডিও নতুন করে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ঘটনা প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী বলেন, “বেলিয়াতোড় কৃষ্টির দিক থেকে অনেক উন্নত। এই ঘটনা এখানকার মানুষকে আঘাত করেছে বলে মনে করছি।” অন্যদিকে বিজেপি নেতা সোমনাথ করের বক্তব্য, “অধ্যাপককে নিগ্রহের স্ক্রিপ্ট আগেই লেখা হয়েছিল। একাধিকবার আগেও হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অধ্যাপকের পাশে আছি।”

অন্যদিকে বড়জোড়া তৃণমূল ব্লক সভাপতি ও কলেজ পরিচালন সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায় ভিডিওটিকে পুরোনো বলে উল্লেখ করে জানান, “চারমাসের আগের ভিডিও। যামিনী রায় কলেজে একটি সেমিনার ছিল। সেখানে প্রিন্সিপাল সহ গভর্নিং বডির অনেকেই উপস্থিত ছিল। এমন কোনও ঘটনা ঘটেনি। কথাবার্তা হচ্ছিল। হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যে।” এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতৃত্বকেও একহাত নেন। তৃণমূল নেতার দাবি, ”পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে।” 

অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের তরফেও একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজের ঘটনা গত মার্চ মাসের। যেখানে ব্লক প্রেসিডেন্ট কালিদাস মুখোপাধ্যায় গভর্নিং বডির বৈঠকে সদস্য হিসাবে যোগ দিয়েছিলেন। বৈঠক চলাকালীন, সেখানে কিছু বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয় অধ্যক্ষ আর অধ্যাপকদের মধ্যে। অভিযোগ ছিল, কিছু অধ্যাপক হোয়াটস্যাপ গ্রুপে অযাচিত মন্তব্য করেছেন। আর সেই ঘটনায় কালিদাস মুখোপাধ্যায় হস্তক্ষেপ করে এবং বিষয়টি মিটিয়ে নিতে বলে। একটা পুরনো ভিডিও ভাইরাল করে ‘মিথ্যাচার’ করা হচ্ছে বলেও দাবি শাসকদলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ